Logo
Logo
×

নগর জুড়ে

জেলা কৃষকদলের আহ্বায়ক-সদস্যসচিবের বহিষ্কার দাবিতে বিক্ষোভ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১২:০০ এএম

জেলা কৃষকদলের আহ্বায়ক-সদস্যসচিবের বহিষ্কার দাবিতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহীন মিয়া ও সদস্যসচিব আলম মিয়াকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

Swapno

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহীন মিয়া ও সদস্যসচিব আলম মিয়াকে দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

ফ্যাসিবাদের দোসর ও কমিটি বাণিজ্যের হোতা আখ্যা দিয়ে শনিবার (৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা কৃষকদলের ব্যানারে এ সমাবেশ হয়।

সমাবেশে কৃষকদলের নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের দোসরদের দিয়ে বাণিজ্য করে যে কমিটি দেওয়া হয়েছে অবিলম্বে তা ভেঙ্গে দিতে হবে। একইসঙ্গে পরীক্ষিত ও নির্যাতিত নেতাদের পদায়ন করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সময় আমরা তিলে তিলে কৃষকদলকে শক্তিশালী করে তুলেছি। কিন্তু ডা. শাহিন মিয়া ও আলমের নেতৃত্বে জেলা কৃষকদলের কমিটি হওয়ার পর থেকে প্রচুর কমিটি বাণিজ্য শুরু হয়।

তিনি আরও বলেন, এই ডা. শাহিন মিয়া টাকার বিনিময়ে তড়িঘড়ি করে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করেছেন। যার প্রমাণ এরই মধ্যে সবাই পেয়েছে। তাই আমরা এক সংবাদ সম্মেলন করে এই কমিটি বিলুপ্ত করার দাবি জানিয়েছিলাম। আমি কোনো পদলোভী ব্যক্তি নই। আমি নিজের জন্য না, আমি চাই দলের নেতৃত্বে সৎ ও যোগ্য লোক আসুক।

সমাবেশে জেলা কৃষকদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহেল রহমান, বাবুল আহমেদ, সোনারগাঁ থানা কৃষকদলের সাবেক সদস্যসচিব আমির বেপারী ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহ্বায়ক তৈয়ম আহমেদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহীন মিয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কৃষকদলের কমিটিতে বিশৃঙ্খলা করছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের প্রতিহত করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন