খানপুর ব্রাঞ্চ রোড এলাকায় বিনামূল্যে আরবি শিক্ষা দেবেন জাবালে নূর মাদ্রাসা

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

খানপুর ব্রাঞ্চ রোড এলাকায় বিনামূল্যে আরবি শিক্ষা দেবেন জাবালে নূর মাদ্রাসা
নারায়ণগঞ্জ শহরের খানপুর ব্রাঞ্চ রোড এলাকায় আগামী অক্টোবর মাসেই চালু হতে যাচ্ছে ‘জাবালে নূর মাদ্রাসার’। শুক্রবার (২৯ আগস্ট) বিকালে দোয়ার মাধ্যমে এলাকাবাসী মাদ্রাসার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। মাদ্রাসাটি শহরের খানপুর ব্রাঞ্চ রোড এলাকার পোল ষ্টার ক্লাবের পেছনে আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এর জায়গায় অবস্থিত। খানপুর মেইন রোড় এলাকার কৃতি সন্তান প্রবাসী এক ব্যক্তি জায়গাটি ভাড়া নিয়ে মাদ্রাসার নির্মাণ কাজ শুরু করেন।
এ বিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক প্রবাসী ব্যক্তি জানান, এই জায়গাটি ওয়াক্ফ থেকে ভাড়া নেওয়া হয়েছে। এখানে জাবালে নূর নামে একটি মাদ্রাসা করা হবে। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে চালু করা হবে। এখানে বিনামূল্যে ৬-১২ বছরের ছেলে-মেয়েদের আরবি শিক্ষা ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হবে এবং বয়স্ক মহিলাদের জন্য নামাজ শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা করা হবে।
আমি আমার এলাকাবাসী সকলের কাছে আহবান জানাই আপনার সন্তানকে বিনামূল্যে জাবালে নূর মাদ্রাসায় আরবি শিক্ষা পাঠদান করান। এসময় দোয়ায় উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল করিম, শাহীন সরদার, বিনা বেগম, মায়া বেগম সহ প্রমুখ।