সাম্প্রতিক ঘটনায় ব্যবসায়ী ইমাদউদ্দিন আল রাজির বিবৃতি
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
ইপিলিয়ন গ্রুপের ডিরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী ইমাদউদ্দিন আল রাজি।
সম্প্রতি খানপুরে জোড়া পানির ট্যাংকি এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় বিবৃতি দিয়েছেন ইপিলিয়ন গ্রুপের ডিরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী ইমাদউদ্দিন আল রাজি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, যে কোন হত্যাকাণ্ডের ঘটনা নিন্দনীয় এবং এর সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করি। তবে এই ঘটনায় আমি এবং আমার পরিবারের সদস্যদের নাম জড়িয়ে যেসকল বিভ্রান্তিকর তথ্য পরিবেশিত হয়েছে উক্ত সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি এবং আমার পরিবারের সদস্যগণ অত্যন্ত শান্তিপ্রিয় এবং মানুষের কল্যাণে সবসময় কাজ করার চেষ্টা করি। খানপুরসহ অত্র নারায়ণগঞ্জবাসী এই সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন। এলাকার জনকল্যাণমূলক যে কোন কাজে আমি এবং আমার পরিবার সামাজিক দায়িত্বের অংশ হিসেবে সবসময় এই দায়িত্ব পালন করি।
তিনি বলেন, সমাজের বিশিষ্টজন থেকে শুরু করে এলাকার প্রত্যোকটি মানুষ এই সম্পর্কে জ্ঞাত আছেন। দীর্ঘদিনের এই কর্মযঞ্জে আমি এবং আমাদের পরিবার মানুষের উপকার ছাড়া অন্য কোন বিষয় চিন্তা করিনি। তবে সম্প্রতি একটি হত্যাকাণ্ডের ঘটনায় আমি এবং আমার পরিবারকে জড়িয়ে যেসকল মিথ্যা অপপ্রচার ও প্রপাগাণ্ডা ছড়ানো হয়েছে এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ পরিবেশনে সাংবাদিকগণ আরো সচেতন হয়ে তথ্যবহুল ও সঠিক সংবাদটি মানুষের কাছে পৌঁছে দেবেন বলে আমরা প্রত্যাশা করি।


