খানপুরে ১২ শত গরীব দুস্থদের মাঝে আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র কম্বর বিরতণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
খানপুরে ১২ শত গরীব দুস্থদের মাঝে আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র কম্বর বিরতণ
আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর উদ্যোগে ওয়াকিফ মরহুম আব্দুল হামিদ মিয়া স্মরণে গরীব ও দুস্থদের মাঝে ১২শত কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় নগরীর খানপুর ব্রাঞ্চ রোড আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট মাঠে এ কম্বর বিতরণ করা হয়।
আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর সহ-সভাপতি মো.মাহবুবুর রহমান মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র সভাপতি মো.সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা ছিলেন, আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র সাধারণ সম্পাদক মো.নুরুজ্জামান আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র সিনিয়র সভাপতি জাহাঙ্গীর কবির পোকন, আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র সহ-সাধারণ সম্পাদক মো.আলমগীর কবির, আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র এর ম্যানেজার জুয়েল আহমেদ, সদস্য শহীদ হোসেন স্বপন, রকমত উল্লাহ খান, আব্দুল রাজ্জাক সহ প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো.মাহবুবুর রহমান মারুফ বলেন, আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। আগামীতে সামনে রোজা আসছে, সেই সময়ও আপনাদের নগদ অর্থ বিতরণ করা হবে। আপনারা মরহুম আব্দুল হামিদ মিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে মরহুমরে সকল গুনা মাফ করে দেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির পোকন বলেন, আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট দীর্ঘকাল যাবৎ প্রতিষ্ঠিত হয়েছে মরহুম আব্দুল হামিদ মিয়ার মৃত্যুর পর থেকে এবং ওনি ওয়াক্ফ করে দিয়েছেন কিছু মাদ্রাসা-স্কুল এবং এলাকার দুঃখি মানুষদেরকে নগদ অর্থ দিয়ে, কম্বল দিয়ে ও চিকিৎসা সেবা করার জন্য। তারই ধারাবাহিকতায় আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান সরদার সাহেব এর নেতৃত্বে আমরা দীর্ঘদিন যাবৎ এই কাজগুলি করছি। নুরুজ্জামান সাহেব এমন এক ব্যক্তি, সব সময় তার মন এই আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র এর দিকে থাকে এবং গরীব দুঃখিদের মাঝে তার নজর থাকে।
তার এই উৎসাহ ও সহযোগিতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র এর ঘরগুলো জর্জরিত ছিলো, এই নুরুজ্জামান সাহেব তার ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর করে দিয়েছেন। আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র এর বিল্ডিং এর আয় থেকে আমরা মানুষদের সেবা করে থাকি। ইনশাল্লাহ আগামীতে আমরা নগদ অর্থ দেবো এবং এই এলাকার যাতে কোন গরীব দুখি না থাকে আমরা সেই ভাবে প্রকল্প নেবো।
যেন বছরে একবার একটি ভাইকে, একটি বোনকে আমরা ব্যবসার জন্য বড় অংকের করে টাকা দিতে পারি তাহলে সে ব্যবসা করে খাবেন। আগামীতে যাকাতের জন্য সে কাউর কাছে যেতে হবে না। এক সময় ব্যক্তিগত ভাবেও সে দান করবে যাকাত দেবে আমরা এই আশা করছি।
তিনি আরও বলেন, আমাদের সম্মানিত সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাখাওয়াত হোসেন সাহেব তার ব্যক্তিগত রাষ্ট্রি কাজের জন্য এখানে উপস্থিত হতে পারেননি। উনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং আমরা যখন তার কাছে মিটিং করতে যাই ওনি আমাদের সেই সময় উৎসাহিত করেন ভালো কাজ করার জন্য।
এছাড়াও আমাদের এই কমিটির প্রতিটি সদস্য তাদের জান-মাল দিয়ে পরিশ্রম করে, তাদের এই পরিশ্রমের কারনেই আজকে আপনারা আজকে কম্বল পাচ্ছেন, আগামীতে পাবেন। আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট’র যে জন্মদাতা মরহুম আব্দুল হামিদ মিয়ার জন্য আপনারা দোয়া করবেন। তার শত-শত টাকার সম্পত্তি এবং খানপুর বাজারে একটি মার্কেট রেখে গিয়েছেন, সেই আয় থেকেই আমরা দান করি। আগামীতে যাতে আমরা বেশি করে দিতে পারি তার জন্য দোয়া করবেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে মো.আলমগীর কবির বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা আল্লাহর রহমতে আব্দুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর পক্ষ থেকে কম্বল বিতরণ করছি। সবাই দোয়া করবেন আমরা যাবে প্রতি বছরই আমাদের কম্বর ও নগদ অর্থ দিয়ে পাশে থাকতে পারি। আপনারা মরহুম আব্দুল হামিদ মিয়ার জন্য দোয়া করবেন এবং যারা এই কমিটির দায়িত্বে আছে সকলের জন্য দোয়া করবেন।


