Logo
Logo
×

স্বদেশ

আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিস সদস্যের মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিস সদস্যের মৃত্যু

সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে মো. সোহানুর জামান নয়ন নামে সার্ভিসের এক সদস্য ট্রাকচাপায় নিহত হয়েছেন।

Swapno

সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে মো. সোহানুর জামান নয়ন নামে সার্ভিসের এক সদস্য ট্রাকচাপায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী নয়ন আহত হন। তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মো. সোহানুর জামান নয়ন তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন।

জানা যায়, নিহত মো. সোহানুর জামান নয়ন ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের মো. আখতারুজ্জামানের ছেলে। সোহান বাবা-মায়ের একমাত্র ছেলে। তার একজন বড় বোন আছেন (বিবাহিত)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ফায়ার সার্ভিসের এই সদস্যের মরদেহ মর্গে রাখা হয়েছে।



Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন