
না.গঞ্জে নারী ও শিশু নির্যাতনের হার বেড়েছে
# চলতি বছরে ১ জানুয়ারী থেকে ৩১ মার্চ পর্যন্ত আদালতে মামলা করা হয়েছে ৩ হাজার ৬৯৯টি
নারী ও শিশুর প্রতি সকল ধরণের নির্যাতন, হত্যা-ধর্ষণসহ নানা ধরণের সহিংসতার শিকার হওয়ার ঘটনা দিন দিন যেন বেড়েই যাচ্ছে। এমন একটি দিন নেই, যে দিন নারী নির্যাতনের মর্মান্তিক কোনো না কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ায় বা খবরের কাগজে ছাপা হয়না। কখনো ধর্ষণ, কখনো যৌতুকের দাবিতে নির্যাতন, কখনো আবার হত্যা-অপহরণ এর ঘটনা। প্রতিবছর একই ঘটনাগুলো চোখে পরার মতো। দেখা যায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া ও মামলায় জটিলতা করুন পরিস্থিতির শিকার করছে। এতে করে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী ও শিশুরা।
নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তথ্য সুত্রে দেখা যায়, গত বছরের তুলনায় চলতি বছরে নারী ও শিশু নির্যাতনের হার বেশি। এবার চলতি বছরে ১ জানুয়ারী থেকে ৩১ মার্চ পর্যন্ত আদালতে মামলা করা হয়েছে ৩ হাজার ৬৯৯ টি। এবং থানায় দায়ের করা মামলা ২২৫টি। এরমধ্যে নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে ২ হাজার ৬৯৭টি। যার মধ্যে দায়েরকৃত মামলা ৪৩১টি, মানবপাচার মামলা ৬১ টি আদালতে দায়ের করা হয়েছে ৩টি এবং শিশু নির্যাতন মামলা হয়েছে ৪৬৯টি এবং আদালতে দায়ের হয়েছে ৩৮টি। সবমিলিয়ে আদালতে এ পর্যন্ত মোট দায়েরকৃত মামলা ৪৭২টি।
গত ৩ মাসে নারী ও শিশু নির্যাতন ও মানব পাচার মামলার মধ্যে ৪২৬টি মামলা নিষ্পত্তিকৃত করা হয়েছে। এবং বর্তমান আদালতে অনিষ্পত্তিকৃত মামলা ৩ হাজার ২৭৩ টি রয়েছে। দেখা যায় আদালতে অনিষ্পত্তিকৃত মামলায় মানব পাচারের থেকে নারী ও শিশু নির্যাতনের সংখ্যাই রয়েছে সবচেয়ে বেশি। মোট ২হাজার ৭২০টি মামলা এখনো পর্যন্ত নিষ্পত্তিকৃত হয়নি।
সমাজের কিছু সচেতনমহলরা জানান,“ এ ঘটনাগুলোর যথাযথ বিচার না পাওয়ার কারণগুলোর মধ্যে একটি হচ্ছে যথাযথ তদারকি না করে আসাামির সঠিক বিচার না করা। অনেকেই ঘুষ নিয়ে মামলার কার্যক্রম পুরোপুরি শেষ না করেই নিষ্পত্তি দিয়ে দেয়। দেখা যায়, আমরা মুখে এ বিষয়ে জন সচেতনতার কথা বললেও আমাদের সমাজে এসব বিষয়ে কেউই সচেতন না।”
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং এডভোকেসি শক্তিশালী করার ক্ষেত্রে নারীর মানবাধিকার সংগঠন, নারী আন্দোলনে আর্থিক সহযোগীতা করে যাচ্ছেন অনেকেই। তারপরও এই উন্নত রাষ্ট্রে সঠিক বিচারসালিশ না পাওয়ার কারণে পরিবর্তন হচ্ছে না সমাজ ।