রেজা-গালিব ও কামাল মোল্লাকে আইনজীবী ফোরাম থেকে বহিস্কার

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

রেজা-গালিব ও কামাল মোল্লাকে আইনজীবী ফোরাম থেকে বহিস্কার
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ আইনজীবী ফোরামের মনোনীত প্যানেলের সাথে বিদ্রোহ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আলাদা কিছু বিএনপিপন্থী আইনজীবীদের উসকানি নিয়ে ভিন্ন প্যানেল তৈরিতে বাংলাদেশ আইনজীবী ফোরামের সদস্য ও প্যানেল সভাপতি রেজাউল করীম খান রেজা ও আরেক সদস্য এবং প্যানেল সাধারণ সম্পাদক শেখ মো. গোলাম মুর্শেদ গালিব জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকেও অব্যাহতি দেয়া হয়েছে। এর পাশাপাশি নারায়ণগঞ্জ বার ইউনিউট থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গে দায়ে কামাল হোসেন মোল্লাকে বহিস্কার করা হয়েছে
গতকাল (২০ আগষ্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক এড. জিয়াউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি দেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তরের সম্পাদক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য রেজা করীম খান রেজা, কামাল হোসেন মোল্লা, শেখ মো. গোলাম মুর্শেদ গালিব বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য পদসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গত (১১ আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থীদের এবং মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে অভিযোগ তুলে নানান অকথ্য ভাষায় গালিগালাজ করে সংবাদ সম্মেলন করেন। পরবর্তীতে (১২ আগষ্ট) ১৪ জনের একটি প্যানেল সাজিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থীদের বাহিরে অবস্থান করে মনোনয়ন সংগ্রহ করেন এবং পরবর্তী জমা দেন। বিএনপিপন্থী আইনজীবীদের বিরোধ প্রকাশ্যে নিয়ে চলছে হাস্যেরসের মতো ঘটনা। তা ছাড়া আইনজীবী ফোরামের মনোনীত প্যানেলের বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায়।