Logo
Logo
×

আদালতপাড়া

সাখাওয়াত-টিপুর বাজিমাত

Icon

রাকিবুল ইসলাম

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

সাখাওয়াত-টিপুর বাজিমাত

সাখাওয়াত-টিপুর বাজিমাত

Swapno

# এই বিজয় গণতন্ত্রের বিজয় :এড.সাখাওয়াত হোসেন

#  কার্যকরী পরিষদের ১৭ পদের ১৬টিতে বিএনপির বিজয়

# সকলকে নিয়ে এক সাথে কাজ করবো: এড. আনোয়ার প্রধান


নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে দীর্ঘ ৭ বছর পরে উৎসব আমেঝের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আদালত পাড়ায় নির্বাচনের হারানো জৌলুস ফিরে পেয়েছে আইনজীবিরা। ২৮ আগস্ট নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ১৭টি পদে ২০২৫-২০২৬ সনের নির্বাচনের ভোট গ্রহন শেষে বিএনপি সমর্থিত নীল প্যানেলের অ্যাড. সরকার হুমায়ুন কবির-অ্যাড এইচ এম আনোয়ার প্রধান পরিষদের নিরঙ্কুশ জয় পায়। আইনজীবি সমিতির ১৭টি পদের মাঝে ১৬টিতে বিজয় পান বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ১৬টি পদে জয় পান। এই জয়ের পিছনের কারিগর হিসেবে মহানগর বিএনপির আহবায়ক অ্যাড.সাখাওয়াত হোসেন খাঁন ও সদস্য সচিব অ্যাড আবু আল হাসান টিপু। যদিও এই বিশাল বিজয়ের কৃতজ্ঞাতা হিসেবে সকল আইনজীবিদের বলে জানান তারা।

এদিকে  নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ইতিহাসে এবারের মতো প্রাণচাঞ্চল্য, উৎসবমুখর আর প্রতিযোগিতামূলক পরিস্থিতি আইনজীবীদের একটি বড় অংশ অতীতে প্রত্যক্ষ করেনি বলে মত সিনিয়র আইনজীবীদের। এই নির্বাচনে বিএনপি-জামায়াতে ইসলামীসহ আরেকটি লাল প্যানেল থাকায় নির্বাচনি পরিবেশ, গনতান্ত্রিক পদ্ধতিতে উদ্ধারে ফিরে আসে। যা বিএনপি জামায়াত দুই দলের প্যানেলই বলে আসছে তারা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান। তাছাড়া নির্বাচনের দিন আদালত পাড়া ছিল স্লোগান, নির্বাচনী ক্যাম্পে জমায়েত ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তা নিশ্চিতে আদালত প্রাঙ্গণে মোতায়েন ছিল পুলিশ। সদ্য অনুষ্ঠিত হওয়া নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে নজররেখেছে জামায়াতে ইসলামী ও নারায়ণগঞ্জে সকল স্তরের হেভীওয়েট বিএনপি নেতারা। এছাড়া বিএনপির আরেকটা প্যানেলের পক্ষেও অনেকে হেভিওয়েট ব্যক্তিরা নজর রেখেছে। কিন্তু সকল আলোচনার মাঝে মহানগর বিএনপির আহবায়ক অ্যাড.সাখাওয়াত হোসেন খাঁন ও সদস্য সচিব অ্যাড আবু আল হাসান টিপুর বাজিমাতে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে অ্যাড. সরকার হুমায়ুন সভাপতি পদে এবং অ্যাড এইচ এম আন্য়োার প্রধান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। একই সাথে ১৭ টি পদের একজন সদস্য পদ ছাড়া বাকি ১৬ পদে নীল প্যানেলের বিশাল জয় পান।

অপরদিকে সদ্য আদালত পাাড়ার সুষ্ঠ নির্বাচন নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। কেননা আদালত পাড়ায় তিনটি প্যানেল থেকে ৪৭ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করে ভোট শেষে একে অপরকে স্বাগত জানাচ্ছে। যা নির্বাচনের জন্য দৃষ্টান্ত। কেননা নির্বাচনের দিন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এছাড়া ২৮ আগষ্ট আইনজীবি সমিতির নির্বাচনে ভোট গ্রহনের দিন সকাল থেকে রাত অবদি বিএনপি জামায়াতের নেতাকর্মীদের পদচারনায় এক সৌহার্দ্য মিলন মেলায় পরিনত হয়। সেই সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ খোশ গল্পে মজে উঠে। সব মিলিয়ে নারায়ণগঞ্জ আইনজীবি নির্বান সুষ্ঠ নিরপেক্ষ এবং কোন অভিযোগ না উঠায় তা নিয়ে সর্বত্র প্রশাসা কুরাচ্ছে।

তবে নির্বাচন কমিশন তথ্য মতে নীল প্যানেলের অ্যাড হুমায়ুন আনোয়ার পরিষদের যারা নির্বাচিত হয়েছে তারা হলেন, আইনজীবি সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন এড, আব্দুল বারী ভূইয়া মাইকে ঘোষণা দেন, আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেলের এ. সরকার হুমায়ুন কবির ৬০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে এড. এইচ এম আনোয়ার প্রধান ৭১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহসভাপতি পদে এড. কাজী আব্দুল গাফফার পেয়েছেন ৬৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, সহ-সভাপতি পদে এড.মো. সাদ্দাম হোসেন পেয়েছেন ৫৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে এড. ওমর ফারুক নয়ন ৬৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।  কোষাধ্যক্ষ পদে নির্বাচিত এড. মোহাম্মদ শাহাজাদা দেওয়ান ৬৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত এড. মাইন উদ্দিন রেজা পেয়েছেন ৭৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।। লাইব্রেরী সম্পাদক পদে নির্বাচিত অ্যাড. হাবিবুর রহমান পেয়েছেন ৫৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত এড. আমিনুল ইসলাম পেয়েছেন ৬৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত এড.সারোয়ার জাহান  পেয়েছেন ৫৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, সমাজ সেবা সম্পাদক পদে নির্বাচিত এড. রাজিব মন্ডল পেয়েছেন ৬০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মামুন মাহমুদ ৫৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, এছাড়া বিএনপি সমর্থিত নীল প্যানেলের বিজয়ী এড. হুমায়ুন আনোয়ার নীল প্যানেলের সদস্য পদে এড. ফাতেমা আক্তার সুইটি পেয়েছেন ৬৯৭ ভোট, এড. তেহসিন হাসান দিপু  পেয়েছেন ৫৭৪ ভোট, এড. দেওয়ান আশরাফুল পেয়েছেন ৭৩৪ ভোট, এড. আবু রায়হান পেয়েছেন ৬৯৪ ভোট।

 জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে আইনজীবি সমিতিতে সভাপতি পদে এড. হাফিজ মোল্লা পেয়েছেন ৩০৬ ভোট, সাধারণ সম্পাদক প্রার্থী এড. মাঈনুদ্দিন মিয়া পেয়েছেন ১২৮ ভোট। সিনিয়র সহ সভাপতি প্রার্থী জাহাঙ্গীর দেওয়ান পেয়েছেন ১৫৭ ভোট,  সহ সভাপতি প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ১৩৩ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক আলআমিন পেয়েছেন ২১২ ভোট, কোষাধ্যক্ষ পদে ইস্রাফিল পেয়েছেন ১২৯ ভোট, আপ্যায়ন সম্পাদক প্রার্থী মো. নিজামউদ্দিন পেয়েছেন ১৫০ ভোট, । লাইব্রেরী সম্পাদক প্রার্থী মো গোলাম সারোয়ার পেয়েছেন ৩০১ ভোট, ক্রীড়া সম্পাদক পদে ইমরান হোসেন পেয়েছেন ২৫৫ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী মজিবুর রহমান পেয়েছেন ১৪৩ ভোট। সমাজ সেবা সম্পাদক প্রার্থী মো.নূর-ই-আলম পেয়েছেন ২৪৭ ভোট, আইন ও মানবাধিকার পদে এড. মাসুদুর রহমান ২৫৯ ভোট, জামায়াত ইসলামের প্রার্থী কার্যকরী সদস্য এড.আফরোজা জাহান পেয়েছেন ৫২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতে ইসলামী দল এই প্রথম পুর্ণ প্যানেল দিয়ে নারায়ণগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে ১ জন সদস্য নির্বাচিত হন।

লাল প্যানেলের আরেক সভাপতি প্রার্থী এড. মো. রেজাউল করিম খান রেজা পেয়েছেন ১৪১টি ভোট। সাধারণ সম্পাদক প্রার্থী শেখ গোলাম মোর্শেদ গালিব পেয়েছেন ১৮৬ ভোট, সিনিয়র সহ সভাপতি প্রার্থী শামসুজ্জামান খোকা পেয়েছেন ১৪৯ ভোট।  সহ সভাপতি প্রার্থী মোহাম্মদ আলী ২৬১ ভোট এবং যুগ্ম সম্পাদক প্রার্থী আব্দুল মোমেন পেয়েছেন ১২৪ ভোট। কোষাধ্যক্ষ প্রার্থী মো. আফজাল হোসেন পেয়েছেন ১৩২ ভোট,  আপ্যায়ন সম্পাদক  প্রার্থী এড. শাহআলম শামীম পেয়েছেন ৫৫ ভোট, লইব্রেরী সম্পাদক প্রার্থী  মো. আলী আজ্জম পেয়েছেন ১২১টি, ক্রীড়া পদে শহীদ সারোয়ার তিনি পেয়েছেন ১০৪ ভোট। এড. নারগিস পারভীন ২৯৬ ভোট, সমাজ সেবা সম্পাদক প্রার্থী  শাহনাজ পারভীন হীরা পেয়েছেন ১৬০ ভোট। আইন ও মানবাধিকার পদে এড. মনি গাঙ্গুলী পেয়েছেন ১৫৫ ভোট।

নির্বাচন কমিশন তথ্যমতে,  নারায়ণগঞ্জ আইনজীবি সমিতির এবারের নির্বাচনে ১১৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১০৫৩ জন। যা মোট ভোটের প্রায় ৮৯ শতাংশ ভোট প্রয়োগ হয়েছে।

মহানগর বিএনপির আহবায়ক ও আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন, দীর্ঘ দিন পরে নারায়ণগঞ্জের আইনজীবিরা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। আর এতে করে প্রমান হলো নারায়ণগঞ্জ আইনজীবিদের আস্থার জায়গায় বিএনপির আ্ইনজীবিরা রয়েছে। কেননা সকল ধরনের বিতর্কের বাইরে থেকে সুষ্ঠ নিরপেক্ষ ভাবে ভোটের মাধ্যমে আইনজীবি সমিতিতে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ১৬ জন্য প্রার্থী বিজয় হয়েছে। এই বিজয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিজয়। এই বিজয় সকল আইনজীবিদের গণতন্ত্রের বিজয়। আমরা সকল আইনজীবি আগের মত মিলে মিশে আদালত পাড়ায় কাজ করে যাবো সকলের প্রতি সেই আহবান।

মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, এ বিজয় সত্যের বিজয়, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিজয়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজয়, জিয়া পরিবারের বিজয়। অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে সাধারণ আইনজীবীরা এ বিজয় নিশ্চিত করেছেন। আমি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

সদ্য নির্বাচিত সাধারণ সসম্পাদক এড.এইচ.এম আনোয়ার প্রধান বলেন, আমাদের এই বিজয় সকল আইনজীবিদের বিজয়। আমাদের এই জয় গণতন্ত্রের জয়। কেননা আইনজীবিরা দীর্ঘ দিন পর আদালত পাড়ায় উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে তাদের পছন্দের ব্যক্তিকে নিব্র্ািচত করেছে। আমাকে নির্বাচিত করায় আমি সবার আগে আল্লাহর প্রতি এবং সকল আইনজীবিদের প্রতি কৃত্জ্ঞতা প্রকাশ করছি। সেই আগামী দিন গুলোতে সকলে মিলে মিশে কাজ করে যাবো সেই প্রত্যাশা করছি। এজন্য সকলের সহযোগিতা কামন্ াকরছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন