জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের থেকে এগিয়ে তাদের স্ত্রীরা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০১:৩০ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে প্রার্থীদের পাশাপাশি সহধর্মিণীরাও পিছিয়ে নেই প্রচার প্রচারনায় পুরো নির্বাচনী মাঠে স্বামীদের থেকে বেশি এগিয়ে আছে তাদের স্ত্রীরা। নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই দলীয় প্রার্থীসহ তাদের সহধর্মিণীরাও ভোটারদের দোয়া কামনায় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তবে জেরায় পুরুষ ভোটার এর থেকে নারী ভোটার এর সংখ্যা বেশি হওয়াতে প্রার্থীর স্ত্রীরা অনেকটা সহরে ভোটাদের মনে প্রবেশ করছে।
এবং নির্বাচনী মাঠের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সরব দেখা গেছে প্রার্থী ও তাদের অনুসারীরা। বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার এ বাণীটি মতোই বাস্তবতা ফুটে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে।
তেমনি, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ভোটযুদ্ধে বিজয়ী করার জন্য প্রচারে নেমেছেন তার স্ত্রী পৌরসভা মেয়র হাসিনা গাজী। একদিকে সংসার অন্যদিকে মেয়রের দায়িত্ব এতকিছুর পরও বাংলার নারী তার স্বভাবসুলভ আচরণে তার স্বামীকে বিজয়ী করতে নিজেকে নিয়োজিত রেখেছেন।
অন্যদিকে গোলাম দস্তগীর গাজীর অন্যতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী তৈমূর আলম খন্দকারের পক্ষে নির্বাচনী প্রচারে দিনরাত শ্রম দিচ্ছেন তার স্ত্রী ফারজানা হালিমা।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুর স্ত্রী আড়াইহাজার উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা সরকারি কর্মকর্তা হয়েও ভোটের মাঠে স্বামীকে বিজয়ী করতে মাঠে নেমেছেন। একজন সরকারি কর্মকর্তা হয়ে তার স্বামীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কারণে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে শোকজ করেছেন। তারপরও থেমে নেই তার প্রচার।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কায়সার হাসনাতের নির্বাচনী প্রচারে নারীদের নিয়ে প্রতিদিন পর্যায়ক্রমে সারা সোনারগাঁওয়ে জনসংযোগ করছেন তার স্ত্রী রুবিয়া সুলতানা। একই আসনের দুই বারের নির্বাচিত জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকাকে আবারও ভোটের লড়াইয়ে বিজয়ী করতে নারীদের নিয়ে মাঠে প্রচার চালিয়ে যাচ্ছেন তার স্ত্রী ডালিয়া লিয়াকত।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ একেএম শামীম ওসমান এমপি প্রতীক বরাদ্দের পর থেকে তার নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। বিগত সময়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছেন তিনি। পাশাপাশি তার সহধর্মিণী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপিকে দেখা যায় ভোটারদের শরণাপন্ন হয়ে ভোট চাইতে।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে একেএম শামীম ওসমানের বড় ভাই দুই বারের নির্বাচিত সংসদ সদস্য জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমানের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ভোটারদের কাছে ভোট কামনা করছেন তার স্ত্রী নাসরিন ওসমান।
নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে হেভিওয়েট প্রার্থীদের পাশে ছায়ার মতোই লেগে আছে তাদের স্ত্রীরা। নিজেদের স্বামীদের বিজয় কেড়ে আনতে উঠে পরে লেগেছে তারা। অন্য সকল নেতাকমীদের থেকে অনেকটা বেশি ভুমিকা পালন করছে স্ত্রীরা। তাদের মতে ছেলেরা ভোট চাইতে গেলে সাধারনত মহিলারা তাদের সামনে আসে না তাই আমরা সেই সকলে মানুষদের বুঝাতে তাদের পাশে আছি।
যাতে সকলে ভোট কি সেটা বুঝতে পারে যার যার ভোট সে নিজে দিতে পারে। ভালো মানুষ নির্বাচিত হলে দেশে কি কি ভালো কাজ হয়েছে আর আগামীতে হবে সেটা সাধারন মানুষকে জানাতে আমরা তাদের কাছে ছুটে যাচ্ছি।


