রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিককে নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন গাজী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম
লোকে লোকারন্য চারিদিক। বিশালাকৃতির মাঠের শেষ প্রান্তেও পা ফেলার জায়গা নেই। মাঠ পেড়িয়ে সড়কের পাশেও ছড়িয়েছে মানুষের ঢল। ‘নৌকা’ ‘নৌকা’ বলে স্লোগাণে উত্তাল সর্বত্র। উৎসুখ ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে তখন ‘নৌকার মাঝি’ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। মঞ্চ থেকে দু’হাত নাড়িয়ে প্রিয় মানুষদের প্রতি আস্থা এবং ভালোবাসার বর্হিপ্রকাশ ঘটান তিনি।
প্রতিউত্তরে উপস্থিত ভোটাররাও হাত উচিয়ে মন্ত্রীকে আশ^স্ত করেন। নৌকার গগনবিদারী স্লোগাণে মুখরিত হয়ে উঠে চারপাশ। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ছড়িয়ে পড়তেই তা নেটিজেনদের চোখ এড়ায়নি। রূপগঞ্জ জুড়েই এখন নৌকা ও গাজীর স্লোগাণে মাতোয়ারা স্থানীয়রা।
রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম গোলাম দস্তগীর গাজীকে বিজয়ী করতে দিন রাত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। মঙ্গলবার তার উপস্থিতিতে রূপগঞ্জে গাজীর নির্বাচনী প্রচারণাটি মহাসমাবেশে পরিণত হয়। এমন জনেস্রাত দেখে অনেকেই বলছেন, এবারও মন্ত্রী গাজীর বিজয়টা কেবল সময়ের ব্যাপার মাত্র। এমন জনেস্রাতের তোড়েই ৭ তারিখে নৌকা নিয়ে নির্বাচনি বৈতরণী পাড় হবেন মন্ত্রী গাজী।
তথ্য মতে, রূপগঞ্জে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৮৫ হাজার। এর মধ্যে গত মঙ্গল এবং আজ বুধবার মুড়াপাড়া ও কাঞ্চন পৌরসভার মোট তিনটি নির্বাচনি সভায় অন্তত ৩ লক্ষাধিক কর্মী সমর্থকের সমাগম ঘটেছে। রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে দল বেধে নেতাকর্মীরা এসেছেন। এতে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
আওয়ামী লীগ নেতারা বলছেন, নির্বাচনি সভা ও গণসংযোগে যত মানুষের সমাগম ঘটেছে, তাদের ভোটেই মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বিপুল ভোটে জয়লাভ করবে— সেই প্রত্যাশাটা মোটেও অমূলক নয়।
জানা গেছে, রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ আসনটি নানা কারণেই বেশ গুরুত্ববহন করছে। গুরুত্বপূর্ন এই অঞ্চলটি বিগত সময়ে ছিলো অবহেলিত এক অজপাড়াগাঁ। ২০০৮ সালে এই আসনে গোলম দস্তগীর গাজীর হাতে নৌকা প্রতিক তুলেদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে রূপগঞ্জে নৌকার বিজয়ের ধারা অব্যাহত রেখেছেন তিনি।
টানা ৩ মেয়াদে ১৫ বছর ধরে রূপগঞ্জকে নৌকার ঘাঁটি হিসেবে গড়ে তুলেছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর উন্নয়ন ও সেবা পৌছে দিয়েছেন স্থানীয়দের দোরগোড়ায়। করোনা সহ নানা দূর্যোগ ও সংকটাপন্ন সময়কালে নিজ অর্থায়নেও রূপগঞ্জের মানুষের পাশে থেকেছেন সর্বদা। এবার ভোটের মাঠে সেই প্রতিদানও পাচ্ছেন তিনি।
জানা গেছে, গত মঙ্গলবার রূপগঞ্জের মুড়াপাড়া এবং কাঞ্চনে গণসংযোগ করেন মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তার ওই গণসংযোগটি গণজোয়ারে পরিণত হয়। এর ধারাবাহিকতায় বুধবারও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী মুড়াপাড়ার বিশ^বিদ্যালয় কলেজ মাঠে নির্বাচনি সভা করেন। ওই সভাটি পরিণত হয়েছে জনসমুদ্রে।
স্থানীয়রা বলছেন, সমাবেশটিতে অন্তত দুই লক্ষাধীক মানুষের সমাগম হয়েছে। মন্ত্রী গাজীর প্রতি রূপগঞ্জের মানুষ যেন তাদের ভালোবাসার সবটুকুই নিংড়ে দিয়েছেন এই সভাটিতে। অনেকেই এটিকে ‘স্মরণকালের সেরা’ জমায়েত হিসেবে আখ্যায়িত করেছেন।
সভায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী, রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম।
মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সীমা রাণী পাল শীলা, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মনির হোসেন প্রমূখ।


