Logo
Logo
×

বিচিত্র সংবাদ

নতুন বই পেলেও ক্লাসে যাওয়া নিয়ে আতঙ্কে অভিভাবকরা

Icon

নুরুন্নাহার নিরু

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:০৪ পিএম

নতুন বই পেলেও ক্লাসে যাওয়া নিয়ে আতঙ্কে অভিভাবকরা
Swapno


প্রতি বছরের মতো এবছরেও যথাযথ সময়ে (১ জানুয়ারি) বই উৎসবের মধ্য দিয়ে বিনা মূল্যে প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্তশতভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে সরকার। অষ্টম শ্রেণি বই না পেলেও নবম শ্রেনির ৫-৬টি বই নিয়ে বাড়ি ফিরেছেন মাধ্যমিক শিক্ষার্থীরা। প্রথম দিনটি নতুন বইয়ের নতুন ঘ্রাণে আনন্দ-উৎসবে কেটেছে তাদের।

 


আর মাত্র ২ দিন বাকি । আগামী ৭ই জানুয়ারী  জাতীয় দ্বাদশ নিবার্চন। যদিও তিনদিনের ছুটিতে ব্যস্ত সময় পার করছে মানুষ। তবে নির্বাচনকে ঘিরে সরকার বিরোধী দলগুলো হরতাল- অবরোধে নারায়ণগঞ্জে তেমন অস্থিতিশীলতা না থাকলেও আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। পাশাপাশি এমন পরিস্থিতিতে আতঙ্কে আছেন অভিভাবকরা। তারা বলছেন, সামনে নির্বাচন। কখন কি দুর্ঘটনা হয়ে যায় কে জানে।

 


কয়েকটি স্কুলের প্রধান শিক্ষাকরা বলছেন, বর্তমানে আমাদের স্কুলগুলোকে ভর্তিও কার্যক্রম চলছে কিন্তু প্রতি বছরের তুলানয় এবছর জানুয়ারি মাসে শিক্ষার্থীও উপস্থিতি সংখ্যা তুলনামূলক ভাবে কম। ৪০-৫০% শিক্ষার্থী উপস্থিত থাকলেও বাকিরা থাকছে না।

 

মূল বিষয় হলো নির্বাচন নিয়ে অনেকই ব্যস্ত আর অভিভাবকরা সাধারণ মানুষ হিসেবে সামান্য আতঙ্কে থাকবে এটাই স্বাভাবিক। যেহেতু প্রাথমিক-মাধ্যমিক পর্যায়ের ছেলে-মেয়ে। তারা এতোটাও বড় হয়ে যায়নি।

 


 নারায়ণগঞ্জ আর্দশ স্কুলে পড়ুয়া এক ছাত্রের মা এবিষয় যুগের চিন্তাকে বলেন,  ভর্তি করার পর এখনো ক্লাস করতে পাঠাইনি। সামনে নির্বাচন আর এই নির্বাচন নিয়ে এখনই প্রতিদিন গনমাধ্যমে নানা রকমের সহিংসতার খবর পাই । আর এই অবস্থায় বাচ্চাকে স্কুলে পাঠানোর সাহস নেই।

 

 

নির্বাচন শেষে একবারে স্কুলে যাবে। আবার জানুয়ারিতেই নতুন বছর শুরু এসয় ক্লাস ও তেমন হয় না । তাই আর স্কুলে যাওয়ার বিষয় টি নিয়ে বেশি জোড় দিচ্ছি না।

 


 নারায়ণগঞ্জ হাই স্কুল পড়ুয়া এ ছাত্রীর অভিভাবকে একই প্রশ্ন করলে তিনি  বলেন,  প্রথম দিন বই আনতে গিয়েছিলাম বাচ্চা নিয়ে। ভাবছি নির্বাচনের আগে আর পাঠাবো না। কখন কী হয়ে যায় বলা তো যায় না। প্রতি বছর জানুয়ারি থেকেই ক্লাস শুরু হয় এবছরও একই, কিন্তু ভাবছি নির্বাচনের পরেই একবারে স্কুলের কার্যক্রম শুরু করবো।

 


এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম প্রধান বলেন, আর মাত্র ১ দিন বাকি তারপর তো নিবার্চনই। আর নির্বাচনের দিন তো এমই স্কুল বন্ধ থাকবে আর আমরা তো স্কুল যেতে নিষেধ করিনি শিক্ষার্থীরা যাবে স্কুলে। এখন অভিভাবকরা কি করবে এটা তাদের বিষয়। আমরা কি করবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন