Logo
Logo
×

বিচিত্র সংবাদ

আবারও না.গঞ্জ হাই স্কুলের গভর্র্নিং বডির সভাপতি চন্দন শীল  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম

আবারও না.গঞ্জ হাই স্কুলের গভর্র্নিং বডির সভাপতি চন্দন শীল  
Swapno


নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির সভাপতি হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। বুধবার (২৪ জানুয়ারি) এক সভায় নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির এডহক কমিটিতে তাকে সভাপতি নির্বাচিত করেন। এ কমিটির পূর্বেও তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

 

 

এবিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেন, নারায়ণগঞ্জ হাই স্কুলের গভর্নিং বডির নির্বাচন ৩০শে জানুয়ারির মধ্যে করার একটা বাধ্যবাধকতা ছিল। হাই স্কুল থেকে নির্বাচনের সকল প্রস্তুতি নেয়া ছিল। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থাকার কারণে বোর্ড থেকে আমাদের বলা হয়েছিলো এই মুহূর্তে ইলেকশন করাটা সম্ভব হবে না। আপাতত কাজ চালানোর মতো একটি এডহক কমিটি করেন।

 

 

এর পরিপ্রেক্ষিতেই নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে একটি কমিটির জন্য আবেদন করা হয় এবং পরবর্তীতে বোর্ড সেটার অনুমোদন দেয়। ৬ মাস পর আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। এই স্কুলটির জেলার সব থেকে প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী স্কুল। বর্তমানেও এই স্কুলটিতে লেখাপড়ার মান এবং খেলাধুলার দিক থেকেও নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ স্কুলগুলোর মধ্যে কৃতিত্ব রেখেছে। এই স্কুলের শিক্ষার এ পরিবেশটা যেন বজায় থাকে সেই লক্ষেই আমি কাজ করে যাবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন