প্রেসক্লাবে না.গঞ্জে যানজট নিরসন নিয়ে গোল টেবিল বৈঠক শনিবার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৭ পিএম
# মেয়র, দুই এমপি, ডিসি, এসপি, র্যাব-১১ এর সিওসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন
যানজট, ফুটপাত দখল ও সড়ক অব্যবস্থাপনাসহ নারায়ণগঞ্জবাসীর অন্যতম প্রধান সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব। আগামী ০৩ ফেব্রুয়ারি (শনিবার) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সপ্তম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এ বৈঠকে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার), র্যাব-১১ এর কমান্ডিং অফিসার লে: কর্নেল তানভীর মাহমুদ পাশা।
পিপিএম, পিএসসি, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর ও বিআরটিএ'র সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো: শামসুল কবীর। এই গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু এবং স্বাগত বক্তব্য রাখবেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
প্রেসক্লাব সুত্রে জানা গেছে, যানজট-ফুটপাত দখল, সড়ক অব্যবস্থাপনা রোধ করতে জেলার গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের নিয়ে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ গোল টেবিল বৈঠকের এজেন্ডা হবে “যানজট, ফুটপাত দখল ও সড়ক অব্যবস্থাপনা দূরিকরনে করনীয়।” বৈঠকে সকলের মতামতের ভিত্তিতে এসকল সমস্যা সমাধানের পথ খুঁজে একটি পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলার পরিকল্পনা করা হবে বলেও জানা গেছে।
এদিকে জনস্বার্থে নারায়ণগঞ্জ প্রেসক্লাব এই ধরনের একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করার খবর জানাজানি হলে নারায়ণগঞ্জের সচেতন মহলে ইতিবাঁচক প্রতিক্রিয়া হচ্ছে। নারায়ণগঞ্জবাসী মনে করেন নারায়ণগঞ্জ শহর সারা বাংলাদেশে একটি অন্যতম জনবহুল একটি শহর। আর এই শহরে যানজট এখন এতোটাই ভয়ানক আকার ধারন করেছে যে মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে।
ফুটপাত এবং রাস্তাগুলি অবৈধ ভাবে দখল করে নেয়া হয়েছে এবং হাজার হাজার অটো রিকশা সহ নানা রকমের বহু যানবাহন লাইসেন্সবিহীন ভাবে চলছে। কোথাও কোনো শৃংখলা নেই। তাই যেকোনো মূল্যে এসব ক্ষেত্রে শৃংখলা ফিরানোর কোনো বিকল্প নেই বলেই মনে করেন নারায়ণগঞ্জের সর্ব স্থরের জনসাধারন। তাই এই সময়ে এসে এমন একটি উদ্যোগ দরকার ছিলো বলে মনে করেন নারায়ণগঞ্জের সাধারন মানুষ। এন. হুসেইন রনী /জেসি


