নারায়ণগঞ্জকে হকার মুক্ত করতে গত ৩ই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে এক গোল টেবিল বৈঠকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এবং সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী এক মত হয়ে জানান গত ৪ই ফেব্রুয়ারি থেকে নারায়ণগঞ্জ শহরে হকার বসবে না। সেদিন সারা বেলা পযর্ন্ত ফুটপাতে হকার না থাকলেও গত ২ দিন ধরে ফুটপাতে বসা হকারদের সাথে টহল দেওয়া পুলিশদের চলছে চোর পুলিশ খেলা।
গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জের চাষাড়া থেকে ফুটপাতে কিছুসংখ্যক হকার প্লাসটিকের বস্তার অথবা ছোট কাগজের কার্টনের উপরে জুতো, জামাকাপড় কিংবা বিভিন্ন মালামাল নিয়ে বসেছেন। টহল দেওয়া পুলিশের গাড়ি দেখলে অথবা গাড়ির হর্ণের শব্দ শুনলেই ফুটপাত থেকে মালামাল নিয়ে উধাঁও হয়ে যাচ্ছে হকাররা। পুলিশ সদস্যসের লোকরা চলে যাওয়ার পর ফের যার যার জায়গা দখল করে বসে পরেন তারা। এ যেন এক টোর পুলিশ খেলা।
চাষাড়া বসা এক হকারের সাথে কথা বললে তিনি বলেন, এইতো পুলিশ দৌড়ানি দিলো। তারা না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা গরিব মানুষ। আমাদের তো একটা সংসার আছে যদি বিক্রি না করি তাহলে আমাদের সংসার চলবে কি করে। সিন্ধান্ত নেওয়া হয়েছে ফুটপাতে হকার বসবে না। কিন্তু তারা কি ভেবেছে আমাদের কি হবে। আমরা চলবো কিভাবে।
এ নিয়ে গলাচিপা বাসিন্দা বলেন, এমন দৃশ্য তো প্রায়ই দেখা যায়। সেদিন গোল টেবিল বৈঠোকের কারনে এখন ফুটপাতে লুকিয়ে কয়েকজন হকার বসে না পুলিশ আসছে তারা চলে যায় আবার পুলিশ চলে গেলে তারা আবার আসে। এগুলো আগে থেকেই চলে। এখন হকার না বসেও বা কি করবে। তাদেরও তো সংসারের খরচ চালাতে হয়। এন. হুসেইন রনী /জেসি


