অবৈধ গাড়ির স্ট্যান্ড সব উঠলেও উঠেনি বুড়িগঙ্গা ট্রান্সপোর্ট
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৪ পিএম
# খাজা মার্কেটের নিচে টেবিল সরিয়ে চেয়ার বসিয়ে চলছে বুড়িগঙ্গা ট্রান্সপোর্টের কার্যকম
নারায়ণগঞ্জ শহরে চাষাড়া মোড়ে দীর্ঘ যানজটের মূল কারন হলো অবৈধ গাড়ির স্ট্যান্ড। যা নিয়ে নারায়ণগঞ্জবাসীর ভোগান্তির শেষ নেই। মোড়ের চার পাশে রয়েছে প্রায় ৬/৮ টি অবৈধ স্ট্যান্ড।
শহরবাসীর ভোগান্তি কমাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ফুটপাতের হকার ও অবৈধ স্ট্যান্ড গুলোকে উচ্ছেদ করলেও কোন এক অজানা শক্তির ক্ষমতা বলে ফের বহাল তবিয়তে রয়েছে খাজা মার্কের সামনে চাষাড়া থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত চলাচলকারী লেগুনা বুড়িগঙ্গা ট্রান্সপোর্ট ও সিটি সার্ভিসের অবৈধ স্ট্যান্ড। তবে গত দুই দিন আগেই নগরীর সকল অবৈধ স্ট্যান্ড সহ সকল স্থাপনা উচ্ছেদ করে জেলা পুলিশ ও সিটি কর্পোরেশন।
তবে সরেজমিনে দেখা যায়, গত দুইদিন আগেই নগরীর চাষাড়া মোড়ের সকল অবৈধ স্ট্যান্ড গুলোকে উচ্ছেদ করা হয়। কিন্তু তারা সামনের টেবিলটি সরিয়ে সেখানে ৬/৭ টি ছোট চেয়ার বসিয়ে তারদের কার্যকম চালিয়ে যাচ্ছে ও গাড়ি সিরিয়ালে যাত্রী উঠাচ্ছে।
আর তাদের বাকি লেগুনা গুলোকে হকার্স মার্কেটের সামনে রেখেছে সারি ধরে। লেগুনা গাড়ি মালিকদের সংগঠন বুড়িগঙ্গা ট্রান্সপোর্ট ও সিটি সার্ভিসের সাধারণ সম্পাদক বোগদাদ মিয়ার। কিন্তু স্থানীয় আওয়ামীলীগ নেতাদের প্রভার খাটিয়ে তারা এ লেগুনা স্ট্যান্ড পরিচালনা করছে।
সরোজমিনে আরো দেখা যায়, শহরের অবৈধ দখল কারিদের বিরুদ্ধে তিনদিন ধরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে। এবং গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শহরের মীরজুমলা সড়ক থেকে অবৈধ বাজার উচ্ছেদ ও চাষাড়া শহীদ মিনারে চার পাশ গিরে অবৈধ চায়ের দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এবং যার নেতৃত্বে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান ও জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জে জনপ্রতিনিধিসহ সকলেরই ঐক্য মতে, যানজট, অবৈধ স্ট্যান্ড, হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ করছে প্রশাসন। তারই প্রেক্ষিতে গত তিনদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনা উচ্ছেদে কাজ করছে প্রশাসন। ধারাবাহিকতায় মীর জুমলা সড়কটি থেকে আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে তিনি জানান।
এর আগে গত শনিবার (৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের যানজট ও ফুটপাত দখল সমস্যা সমাধানে এক গোল টেবিল বৈঠকের অনুষ্ঠিত হয়। যাতে নারায়ণগঞ্জ এমপি, মেয়র, চেয়ারম্যান, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, রর্্যাব-১১ অধিনায়ক সহ সকলে মিলে নারায়ণগঞ্জ শহরের ফুটপাতের হকার ও নগরীতে অবৈধ স্ট্যান্ড ও নগরবাসীকে যানযট মুক্ত করার ঘোষণা দেন। তারই প্রেক্ষিতে এ অবিযান পরিচালনা করা হচ্ছে।
এবিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই এডমিন আব্দুল করিম শেখ বলেন, আমাদের যে নির্দেশনা রয়েছে তার বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। তারা হকার্স মার্কেটের সামনে গাড়ি রাখে একটি করে গাড়ি নিয়ে আসে যদি দুইটি আনে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সকল ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে। যাতে কোন ধরনের স্ট্যান্ড না বসতে পারে বা রাস্তায় কোন গাড়ি রাখতে না পারে। এন. হুসেইন রনী /জেসি


