Logo
Logo
×

বিচিত্র সংবাদ

ফুটপাত হকার মুক্ত হলেও সড়ক ইজিবাইকের দখলে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১০ পিএম

ফুটপাত হকার মুক্ত হলেও সড়ক ইজিবাইকের দখলে
Swapno


নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কে এখনো অবাধে চলছে ইজিবাইক। গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের অন্যতম সমস্যা শহরে যানজট মুক্ত সড়ক ও ফুটপাতের হকার মুক্ত করার লক্ষে নারায়ণগঞ্জ এর মেয়র-সংসদ সদস্য-ও প্রশাসন একত্রিত হয়ে একটি গোল টেবিলের অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে নারায়ণগঞ্জ এর বঙ্গবন্ধু সড়ক সহ মূলসড়ক গুলোতে ইজবাইক সহ হকার উচ্ছেদ করার প্রস্তাবে সবাই সহমত পোষন করে।

 

 

তারপরের দিন থেকেই শহরে হকার উচ্ছেদ করে ফুটপাত গুলো হকার মুক্ত করা হয়। কিন্তু নগরীতে ইজিবাইক চলাচল বন্ধ করার জন্য তেমন কোনো আয়োজন চোখে পড়েনি কারোরই। নারায়ণগঞ্জের মূল সড়কে এখোনো অবাধে চলাচল করছে এসব ইজিবাইক। সাধারণত নগরীর বঙ্গবন্ধু সড়কে এসব ইজি বাইক ও অটোরিক্সার চলাচল সমপূর্ন নিষেধ।

 

 

তবুও কিছু অসাধু উপায় অবলম্বন করে এসব তিন চাকা বিশিষ্ট ব্যাটারি চালিত গাড়ি শহরে ট্রাফিক পুলিশের নাকের ডগার উপর দিয়েই চলাচল করে এসেছে এতো দিন।

 

 

৩ তারিখের বৈঠকে শহরে এসব ইজিবাইক চলাচল সম্পূর্ন নিষেধ করা হলেও সেই নিষেধাজ্ঞার কোনো পাত্তা না দিয়েই চলছে এসব অবৈধ ব্যাটারি চালিত রিক্সা। যেখানে সেখানে যাত্রী নেওয়ার জন্য গাড়ি থামিয়ে রাস্তায় অনেক সময় যানজট সৃষ্টির মূল কারণ হয়ে দাড়ায় এসব ইজিবাইক। ফলে ভোগান্তিতে পড়ে যাত্রী সহ রাস্তায় চলাচল কারী পথচারীরাও।

 


৩ ফেব্রুয়ারি গোল টেবিল বৈঠকে সেদিন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, ইজিবাইক চলাচল নিয়ে বলেন, আমার জানা মতে ইজিবাইক চলাচলের কোনো পারমিশন নাই। কালকে যদি সিটি করপোরেশন পারমিশন দেয় তাহলে সারা বাংলাদেশে পারমিশন দিতে হবে। এ শহরটা পায়ে হাটার শহর। এই শহরে কী এতো গাড়ির কোনো দরকার আছে।

 


সিটি মেয়র আইভি বলেন, ইজিবাইকের তো গর্ভামেন্ট অনুমতি দিচ্ছে না। তাহলে আমি কীভাবে অনুমোদন দিব। আমি তো এগুলো প্রায় ধরে এনে জরিমানা করি।

 


গতকাল সরেজমিনে দেখা যায়, নগরীর মূল সড়ক ২ নং গেট এলাকার রেল লাইনের উপর অটো দার করিয়ে কোনো ভয় ডর ছাড়াই যাত্রীদের ডাকা ডাকি করছে। আর সেখানে পাশেই আরো কিছু গাড়ি দায়িয়ে আছে। এমন দৃশ্য দেখা যায় প্রায় শহরের অনেক যায়গায়।

 

 

রাস্তার মাঝে দাড়িয়ে যাত্রী ওঠা নামা সহ আরো অনেক উৎপাত করে এসব অবৈধ ইজিবাইক গুলো। জন সাধারনের ভোগান্তির অন্যতম কারণ নারায়ণগঞ্জে যানজট আর সেই যানজটের আর একটি কারণ এসব ইজি বাইক।

 


এ বিষয় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর যুগের চিন্তাকে বলেন, শুধু ইজিবাইক না আরো অনেক কিছুর ব্যবস্থাই নিতে পারছি না। লিংক রোডে যে বাস স্টান্ডটা সেটা তো সরাতেই পারলাম না এখনো। এদের কে বার বার বলছি  কিন্তু এরাও তো সরছে না। ইজিবাইক চলাচল বন্ধ করতে পারি নাই কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আর কিছু দিন গেলে আস্তে আসে বন্ধ হয়ে যাবে।  

 

 

আসলে সত্যি বলতে এখানকার জনগন কে আরো বেশি সচেতন হতে হবে, বিশেষ করে যারা নেতৃবিন্দ আছেন। তাদের সহযোগিতা টা আমরা আরো বেশি চাই।  আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি। আমাদের চেষ্টা অব্যহত থাকবে। কিন্তু এখানকার যারা রাজনৈতিক নেতৃবিন্দ আছেন তাদের সহোযোগিতা আমরা আরো বেশি চাই।  আমাদের জন্য সবটা একটু জটিল হয়ে যাচ্ছে।আপনাদের মাধ্যমে আমরা সবার সম্পৃক্ততা আরো বেশি চাই।

 

 

সেদিনের মিটিংয়ে তো কথা ছিল সবাই একত্রিত হয়ে কাজ করবো। শুধু পুলিশ একা কাজ করবে তা না। সেখানে সিটি কর্পোরেশনের থেকে মেজিস্ট্রেট থাকবে ডিসি অফিস থেকে মেজিস্ট্রেট থাকবে। কিন্তু তাদের কে এখন দেখা যাচ্ছে না শুধু আমরা পুলিশরাই কাজ করছি। যাই হোক সবাই কাজ করলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।  এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন