Logo
Logo
×

বিচিত্র সংবাদ

জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে অগ্রগতির জন্য বৈঠক করবে প্রেসক্লাব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৬ পিএম

জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে অগ্রগতির জন্য বৈঠক করবে প্রেসক্লাব
Swapno


# আজ জেলা প্রশাসকের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের বৈঠক
এবার নারায়ণগঞ্জ শহর থেকে যানজট নিরসনে অগ্রগতি নিয়ে পর্যালোচনা করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করবে নারায়ণগঞ্জ প্রেসক্লাব।

 

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সম্প্রতি ফুটপাত থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করার পর শহরে পাল্টাপাল্টি মিছিল শুরু হয়েছে। হকাররা এবং দোকান মালিক সমিতি এসব পাল্টাপাল্টি মিছিল করেছে। ফলে উদ্বুদ্ধ পরিস্থিতিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ এ বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করার জন্য এবার মেয়র, দুই এমপি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে বৈঠক করা স্বিদ্ধান্ত নিয়েছেন।

 

 

কারন নগরবাসী নারায়ণগঞ্জ প্রেসক্লাব কর্তৃক আয়োজিত গোলটেবিল বৈঠক নিয়ে ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন এই গোলটেবিল বৈঠকের মাধ্যমে মেয়রের সাথে এমপিদের যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে তাতে নারায়ণগঞ্জ শহরতো বটেই এই জেলার দুটি সংসদীয় আসন এলাকার জনগন উপকৃত হবেন। তাই নগরবাসী আশা করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব যেনো জনগনের সকল প্রকার সমস্যাগুলির সমাধানে প্রচেষ্ঠা অব্যাহত রাখে।

 

 

কারন একটি মাত্র গোলটেবিল বৈঠকের মাধ্যমে পুঞ্জিভুত সমস্যাগুলির সমাধান সম্ভব হবে না। কেবলমাত্র অব্যাহত প্রচেষ্ঠার মাধ্যমেই সমস্যাগুলির সমাধান সম্ভব বলে নারায়ণগঞ্জের সর্ব স্থরের সাধারন মানুষ মনে করেন।

 


এদিকে এ বিষয়ে জানতে গতকাল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনারা জানেন গত ৩ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ শহর থেকে যানজট নিরসন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

 

এই বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ময়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, অন্যান্ন জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

ওই বৈঠকে কি কি আলোচনা হয়েছে তার সব কিছুই আপনারা মিডিয়ার কল্যানে জানতে পেরেছেন। এছাড়া ৩ ফেব্রুয়ারী রাউন্ড টেবল বৈঠকের পর শহরের কি কি অগ্রগতি হয়েছে এবং কি কি ঘটেছে তাও আপনারা দেখেছেন। তাই আমরা মনে করি এ ক্ষেত্রে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দায়িত্ব শেষ হয়ে যায়নি। আমরা আরো মনে করি নারায়ণগঞ্জের দুই এমপির সঙ্গে সিটি করপোরেশনের মেয়র যেহেতু বসেছেন তাই এর একটি সুফল নারায়ণগঞ্জবাসী পাবে ইনশাআল্লাহ।

 

 

নারায়ণগঞ্জ প্রেসক্লাব এই জেলার গণমানুষের কল্যানে করনীয় সকল কাজে সকল প্রকার প্রচেষ্ঠা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। কেনোনা প্রেসক্লাব মনে করে একটি মাত্র গোলটেবিল বৈঠকের মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব নয়।

 

 

তাই আমরা সমস্যাগুলি চিহ্নিত করে ধারাবাহিক ভাবে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগনকে সম্পৃক্ত করে কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন এরই অংশ হিসাবে আজ নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মহোদ্বয়ের সঙ্গে বিকাল ৪.৩০ টায় প্রেসক্লাবের বৈঠক অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বৈঠকের ফলাফল গণমাধ্যমে তুলে ধরা হবে।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন