প্রতারণা এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসিকের স্ট্যাটাস
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০২:০০ পিএম
প্রথম আলোর নাম করে ভাইরাল নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এনসিসির সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে সেই নিয়োগ বিজ্ঞপ্তি মিথ্যার ও ভিত্তিহীন বলে জানানো হয়। গতকাল শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অফিসিয়াল পেজ থেকে এই সতর্কতামূলক বিজ্ঞপ্তি চোখে পড়ে।
পাঠকের সুবিদার্থে এনসিসির সতর্কতামূলক বিজ্ঞপ্তি হুবাহু তুলে ধরা হলো.. ‘সম্প্রতি সোস্যাল মিডিয়ায় প্রথম আলো'র নাম ব্যবহার করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি বানোয়াট নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে, এবং মোবাইল ব্যাংকিং ঝগঝ এর মাধ্যমে টাকা দাবী করা হচ্ছে। বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। যার সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কোনো সংশ্লিষ্টতা নেই।
এটি একটি প্রতারণার ফাঁদ। এ ফাঁদ হতে সকলকে সাবধান থাকার জন্য এবং কারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। এ ব্যাপারে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দায়ী থাকবে না।’ এন. হুসেইন রনী /জেসি


