Logo
Logo
×

বিচিত্র সংবাদ

তীব্র তাপপ্রবাহে হিট অ্যালার্ট জারি  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০৭:৪৮ পিএম

তীব্র তাপপ্রবাহে হিট অ্যালার্ট জারি  
Swapno


নারায়ণগঞ্জসহ দেশের চার বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। এর মাত্রা আরও বাড়তে পারে। তাই এ চার বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। গতকাল বুধবার (৩ এপ্রিল) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

 

 

এছাড়া এর মাত্রা আরও বাড়তে পারে। তিনি আরও জানান, বুধবার বিকেল তিনটা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা একই সময় পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুইদিন তাপপ্রবাহ বাড়বে।

 

 

তাই হিট অ্যালার্ট দেওয়া হয়েছে। চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ছয়টির মতো তাপপ্রবাহের শঙ্কা রয়েছে। এর মধ্যে একটি হতে পারে অতিতীব্র। এতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়্সা ছাড়িয়ে যেতে পারে।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন