ইসদাইর-কাপুইরাপট্টি এলাকায় মাদকব্যবসায়ীরা বেপরোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০৮:১৯ পিএম
ফতুল্লা থানার ইসদাইর কাপুরাপট্টি এলাকায় প্রকাশ্যে বেপরোয়া মাদক ব্যবসা চলছে। অত্র এলাকার স্থানীয় মহিলা মেম্বারের বাড়ির পাশেই কুখ্যাত মাদক ব্যবসায়ী রকি ও তার অনুসারীরা সারা দিন রাত প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী সূত্র জানিয়েছে এই মাদক ব্যবসায়ীরা ফতুল্লা ইউনিয়নের স্থানীয় মহিলা মেম্বারের বাড়ির পাশেই বসিয়েছে এই মাদকের হাট।
কিনউত ওই মহিলা মেম্বার ভয়ে কিছু বলতে সাহস পাচ্ছেন না। কারন কয়েক বছর আগে এই মহিলা মেম্বারের স্বামী প্রতিবাদ করলে মাদক ব্যবসায়ীরা তার বাড়িতে হামলা চালিয়ে বেপরোয়া তান্ডব চালিয়েছে। তাদেও বাড়িতে গুলি করেছে এবং বোমা মেরেছে। পরে এই মহিলা মেম্বার নিজে ফতুল্লা থানায় গিয়ে মামলা করতে বাধ্য হয়েছিলেন। তারপর ওই মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হয়েছিলো।
কিন্তু মাদক ব্যবসায়ী রকি ভয়ংকর হওয়ায় তার ভয়ে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না বলে এলাকাবাসী জানায়। এদিকে এলাকাবাসী আরো জানিয়েছেন, ওই এলাকার কবির হোসেনের বাড়ির পেছনে এই মাদকের আস্তানা গেড়ে রাতদিন চলছে বেচাকেনা এবং সেবন।
পুলিশ ওই এলাকায় গিয়ে যেকেনো ব্যাক্তিকে জিজ্ঞাসা করলেই এর সত্যতা পেয়ে যাবে। এলাকাবাসী এই সমস্যার একটি স্থায়ী সমাধান চান। এ বিষয়ে তারা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, র্যাব-১১ এর অধিনায়ক এবং পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। এন. হুসেইন রনী /জেসি


