Logo
Logo
×

বিচিত্র সংবাদ

বোনাসের টাকা না দেওয়ায় শ্রমিক অসন্তোষ, কারখানা-গাড়ি ভাঙচুর

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০৯:২০ পিএম

বোনাসের টাকা না দেওয়ায় শ্রমিক অসন্তোষ, কারখানা-গাড়ি ভাঙচুর
Swapno


রূপগঞ্জে সিটি গ্রুপের সিটি ইকোনোমিক জোন কারখানায় বোনাসের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভেতরে ও কারখানার সামনে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় শ্রমিকরা রূপসী-কাঞ্চন সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেন। গতকাল রোববার সকালে উপজেলার রূপসী সিটি ইকোনোমিক জোন কারখানায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।

 

 

এ সময় রূপসী-কাঞ্চন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিল্পাঞ্চল ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসী এলাকায় অবস্থিত সিটি গ্রুপের সিটি ইকোনোমিক জোন কারখানায় প্রায় ৩ হাজারের অধিক অস্থায়ী শ্রমিক রয়েছেন। ঈদকে সামনে কোম্পানির সব শ্রমিকদের প্রতি বছর ঈদ বোনাস প্রদান করে হয়ে থাকে।

 

 

কিন্তু এবারের ঈদে কারখানা কর্তৃপক্ষ কোম্পানির স্থায়ী শ্রমিকদের ঈদ বোনাস প্রদান করলেও অস্থায়ী শ্রমিকদের কোনো বোনাস প্রদান করেনি। গতকাল রোববার সকালে কারখানার শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে ঈদ বোনাস চাইতে গেলে কর্তৃপক্ষ জানায় এবারের ঈদে অস্থায়ী কর্মচারীদের বোনাস প্রদান করা হবে না। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার বিভিন্ন অংশে ভাঙচুর চালাতে থাকে।

 

 

শ্রমিকরা বলেন, প্রতি বছর আমাদের ঈদের আগে বোনাস হিসেবে টাকা দেওয়া হলেও এ বছর আমাদের নিম্নমানের গেঞ্জি দিচ্ছে কোম্পানি। যে গেঞ্জি একবার পড়ার পর আর পরা যাবে না। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন