Logo
Logo
×

বিচিত্র সংবাদ

ফলের দামে নেই পরিবর্তন বাজারে আসছে কাঁচা আম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ১১:৪০ পিএম

ফলের দামে নেই পরিবর্তন বাজারে আসছে কাঁচা আম
Swapno


ফলের দাম নিয়ে পুরো রমজান মাস জুড়ে ছিল এক রকম অস্থিরতা। কিছু ফলের দাম সামান্য কমলেও বেশিরভাগ ফল বিক্রি হচ্ছে বাড়তি দামে। যা ঈদের পরও একই অবস্থা বিরাজ করছে। সবেমাত্র বৈশাখের অর্ধেক পেরিয়েছে। জৈষ্ঠ্য মাস আসার আগেই বাজারে উঠতে শুরু করেছে কচি কচি আম।

 

 

তবে বিক্রি তেমন জমে উঠেনি এবং মৌসুমের প্রথম ফল হওয়ায় দামও নাগালের বাইরে। দাম বেশি হওয়ায় কেউ কেউ কিনছেন দুটি-তিনটি করে, আবার অনেক ক্রেতা কাঁচা আম দেখে আগ্রহভরে এগিয়ে গেলেও দাম শুনেই ফিরে যাচ্ছেন। ক্রেতারা বলেন, কিছুদিন পর দাম আরো কমবে সম্ভবত, তখন এসে কিনে নিয়ে যাবো।

 


সরেজমিনে ফলের বাজার ঘুরে দেখা যায়, নতুন কাঁচা আম বিক্রি হচ্ছে ২৫০-৩০০ টাকা কেজি দরে এবং খুচরা পর্যায়ে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।  মৌসুমের তিব্র তাপদাহের কারনে বিভিন্ন জাতের আমের গুটি জরে যাচ্ছে বলে লোকশানের আশঙ্কাও বলে মনে করছেন অনেক ব্যবসায়ীরা। আড়তে আম ব্যবসায়ীরা বলছেন, এবার বৃষ্টি কম হওয়ায় তিব্র খরার কারনে অনেক আম জড়ে পরেছে।

 

 

সবেমাত্র গুটিআম গুলো বাজারজাত করা হয়েছে। আম্রপালি, গোপালভোগ, হিমসাগর, ফজলি, গোবিন্দভোগসহ আরো অন্যযে জাতের আম গুলো রয়েছে সেগুলো এখনো পুরোপোরি আসবে আরো মাসখানিক সময় বাকি আছে। আর এখন এটি অসময়ের ফল তাই দাম বাড়বেই। তবে অন্যান্য ফলের দামে কিছুটা পরিবর্তন হয়েছে।

 


অন্যদিকে বাজারে অন্যান্য ফলের দামেও তেমন কোনো পরিবর্তন নেই। এদিকে ফের তরমুজের দাম বাড়তে শুরু করেছে। সবুজ আপেল কেজিপ্রতি ৩৫০ টাকায়, আনার ৫০০ টাকা কেজি, পেয়ারা ৮০-৯০ টাকা কেজি, মালতার দাম কিছুটা কমে ২৫০ টাকা কেজিতে প্রতি পিস আনারস বিক্রি হচ্ছে মানভেদে ৬০-৭০ টাকায়। ছোট-বড় ডাব বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন