নির্বাচনের সময় আমার চোখ বন্ধ থাকবে : ডিসি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৯:২৮ পিএম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, কেউ যদি কোনো কেন্দ্রে ভোটারদের ওপর জবরদস্তি করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই না কোনোভাবে নির্বাচন বিতর্কিত হোক। ইলেকশনের সময় আমার চোখ বন্ধ থাকবে। একটি ফেয়ার ও ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য আমার চোখ বন্ধ থাকবে। যে যাই বলুক না কেন আমরা নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করব।
গতকাল বৃহস্পতিবার বন্দর উপজেলা মিলনায়তনে জেলা নির্বাচন অফিস আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুষ্ঠু ইলেকশন অনুষ্ঠানের মিশন বাস্তবায়নে প্রার্থীদের সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক বলেন, আগামী ৮ মের নির্বাচনে পুলিশ বিজিবি, র্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট পর্যাপ্ত পরিমাণে থাকবে। প্রতিটি ইউনিয়নে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স থাকবে।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার এমএ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, সহকারী কমিশনার (ভূমি) মণিষা রাণী কর্মকার, বন্দর থানার ওসি গোলাম মোস্তফাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সভায় বক্তব্য রাখেন। এন. হুসেইন রনী /জেসি


