Logo
Logo
×

বিচিত্র সংবাদ

‘লেতা’ পোষ্টার লাগিয়ে রাজাকারদের পৃষ্ঠপোষকতা করে : এড.মাসুম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১০:৪১ পিএম

‘লেতা’ পোষ্টার লাগিয়ে রাজাকারদের পৃষ্ঠপোষকতা করে : এড.মাসুম
Swapno


নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেছেন, আমি ত্বকী হত্যা বিচার চাই। বিচার চাই ওই নির্দেশদাতা শামীম ওসমানের। বিচার চাই ওসমান পরিবারের সদস্য যারা ত্বকীকে হত্যা করছে। আজকে এই ওসমান পরিবার নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছে। আমি তাদের বিচার চাই।

 

 

আমি বিচার চাই মিঠু হত্যাকারীদের, বিচার চাই বুলু হত্যাকারীদের, আমি বিচার চাই চঞ্চল হত্যাকারীদের। আজকে নারায়ণগঞ্জ এমন একটা অবস্থানে চলছে প্রশাসন এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই মনে হয় ওসমান পরিবারের কাছে জিম্মি হয়ে আছে। তারা নড়তেও পারে না তারা সরতেও পারে না। চাই জনগণ একদিন ত্বকী হত্ব্যার বিচার করবে।

 

 

ত্বকী হত্যার নির্দেশদাতা হিসাবে একদিন বিচারের কাঠগড়ায় শামীম ওসমানকে দাঁড়াতে হবে। আজকে সবচাইতে অবাক কাণ্ড আমাদের সন্তানকে হত্যা করা হলো ১১ টা বছর পার হলো। একটা মানুষ হত্যাকান্ডের সাথে সাথে থানায় এফআইআর হয়। আর যেখানে ১৬৪ ধারায় জবান বন্দি হয়েছে।

 

 

কিভাবে ত্বকীকে হত্যা করা হয়েছে, কোন টর্চার সেলে ত্বকীকে নিয়ে হত্যা করা হয়েছে, এবং কার গাড়ী দিয়ে শীতলক্ষায় নিয়েছে, সেখানে কে কে ত্বকীর লাশ ফেলে দিয়েছে সমস্ত কিছু ঘটনা জানার পরেও সেই হত্যাকারীরা আজ নারায়ণগঞ্জের নেতা। কিন্তু আমি বলবো “লেতা”। এই নেতা বড় বড় পোষ্টার লাগায়। রাজাকারদের পৃষ্ঠপোষকতা করে।

 

 

ওসমান পরিবারের সদস্যদের মন মত না হইলে রাজাকার হয়েও মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধা হয়েও রাজাকার। এই হচ্ছে তাদের ব্যবসা। গতকাল সন্ধ্যায় তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩৪ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আলোক প্রজ্বালন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 


এড. মাসুম আরো বলেন, আজকেও বন্দরে একটা নাটক মঞ্চায়িত হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো যে ওসমান পরিবারের অবস্থান জনগণ কিভাবে নেয়। এটা দেখার বিষয়। আপনাদের কাছে একটা বিষয় বলতেম চাই, আমরা বলেছি সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ গঠন করার পর থেকে সকল সন্ত্রাশীদের বিরূদ্ধে আসরা আছি আমরা থাকবো।

 

 

আর ত্বকী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই, আপনার কাছে অনেক অনুনয় বিনয় করেছি। আপনি তো রাসেল হত্যার বিচার করে ফেলেছেন। আপনার ভাইয়ের হত্যার বিচার হয়ে গেছে। আপনার পিতার হত্যাকারীদের বিচার হয়ে গেছে। আপনার তো ত্বকীর জন্য মায়া লাগে না।

 

 

আপনার মায়া লাগে ওসমান পরিবারের জন্য। কি মায়া ? কি কাহিনী ? কি রহস্য ? আজও আমরা বুঝতে পারলাম না। তারপরও আমি একটা বলবো যে এই ত্বকী হত্যার বিচার হবে, ত্বকী হত্যার বিচার হতে হবে এবং আমরা যেন বেঁচে থেকে যেতে পারি ত্বকী হত্যার বিচার হয়েছে। তাহলে অন্তত শান্তিতে মরতে পারবো। তা না হলে অশান্তি নিয়ে কবরে যাবো। শুধু নারায়ণগঞ্জ নয় সারা বাংলাদেশসহ বহিঃবিশ্বের বাঙ্গালীদের এক দাবী, ত্বকী হত্যার বিচার চাই।

 


অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি সাংবাদিক হারিম আজাদ।

 

 

দৈনিক খবরের পাতার সম্পাদক মাহাবুবুর রহমান মাসুম, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, সিপিবি শহর কমিটির সভাপতি আবদুল হাই শরীফ, বাসদের জেলা সংগঠক সেলিম মাহমুদ, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক তরিকুল সুজন, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা প্রমূখ।   এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন