Logo
Logo
×

বিচিত্র সংবাদ

সকল নিত্যপণ্যের দাম চড়া, স্বস্তি নেই বাজারে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২৪, ০৪:১০ পিএম

সকল নিত্যপণ্যের দাম চড়া, স্বস্তি নেই বাজারে
Swapno


বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে। মাছ-মাংসসহ সকল কিছুর দাম চড়া। স্বস্তিÍ নেই সবজির বাজারেও। শাক-সবজিও বিক্রি হচ্ছে আগের সেই চড়া দামেই। আবার কয়েকটি সবজির দাম প্রায় শতক ঘরে অবস্থান করছে। আলু কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। অন্যদিকে মৌসুম শেষ হওয়ায় বেড়েছে টমেটোর দাম।

 


প্রতি কেজি বেগুনের দাম শতক ছুঁয়েছে। আকার ও মানভেদে প্রতি কেজি বেগুনের দাম চাওয়া হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। বরবটির ৯০ থেকে ১০০ টাকা কেজি। আর পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। বাজারে অন্যান্য সবজির মধ্যে ঝিঙে, ধুন্দুল ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। কিছুটা কমে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে পটোল ও ঢ্যাঁড়স।

 

 

ভালো মানের টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। ।এদিকে আবার ক্রেতাদের এক কেজি আলু কিনতে গুনতে হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। লাউ, কুমড়া ও ফুলকপি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। মান ভেদে দেশি পেয়াজ ৮০ থেকে ৮৫ টাকা, রসুন ২৫০ থেকে ৩০০ টাকা, আদা ২০০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 


অন্যদিকে মাছের বাজার ঘুরে দেখা যায়, দামের উত্তাপ। বর্তমানে দেশি মাছের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। পুঁটি ও ছোট মাছ প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা, আকারভেদে তেলাপিয়া ও পাঙাশ কিনতে হচ্ছে প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকায়। রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি। শিং প্রতিকেজি ৬০০ থেকে ৭০০ টাকা।

 

 

এক কেজি শোল ও মাগুর আকারে ছোট হলেও বিক্রি হচ্ছে ৮০০ টাকা। পাশাপাশি মাংসের বাজার ঘুরে দেখা যায়, সোনালি মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪৫০ টাকা দরে। বয়লার মুরগির প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০-২৬০ টাকা দরে। বিক্রেতারা বলছেন, প্রচন্ড গরমের কারনে খামারের মুরগি মরে যাচ্ছে। চাহিদা অনুযায়ী আমরা পাচ্ছি কম।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন