Logo
Logo
×

বিচিত্র সংবাদ

হুমকির মুখে আজমেরী-অয়নদের ভবিষ্যৎ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২৪, ০৪:১৩ পিএম

হুমকির মুখে আজমেরী-অয়নদের ভবিষ্যৎ
Swapno


নারায়ণগঞ্জের রাজনৈতিকাঙ্গনে খর্ব হতে শুরু করেছে ওসমানদের আধিপত্য। সর্বশেষ বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে যে চিত্র পরিষ্কারভাবেই ফুটে উঠতে দেখেছে নারায়ণগঞ্জবাসী। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পর এবার বন্দর উপজেলা পরিষদে নিজ বলয়ের আকস্মিক পরাজয়ে অনেকটাই ব্যাকফুটে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান।

 

 

তার উপর সদর উপজেলা পরিষদ নিয়েও খোদ স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান অনুগতদের মধ্যে তৈরী হয়েছে বিভেদ। এমতাবস্থায় আগামীতে ওসমানদের আগামী প্রজন্ম নারায়ণগঞ্জের রাজনীতিতে কতটুকু আধিপত্য ধরে রাখতে পারবে তা নিয়েই এখন সংশয় প্রকাশ করছেন রাজনৈতিক বোদ্ধারা। তাদের মতে, হুমকির মুখে আজমেরী ওসমান ও অয়ন ওসমানদের ভবিষ্যৎ।

 


সদ্য সমাপ্ত বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজয় বরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান সমর্থিত প্রার্থী বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এম এ রশীদ। সেখানে এম এ রশীদের দ্বিগুণ ভোট পেয়ে উপজেলা পরিষদের চেয়ার‌্যান নির্বাচিত হয়েছেন মাকসুদ হোসেন।

 

 

নির্বাচন পূর্ববর্তী সময়ে যার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছেন সেলিম ওসমান। সেসময় মাকসুদ হোসেনকে রাজাকারপুত্র বলতেও দ্বিধাবোধ করতে দেখা যায়নি সেলিম ওসমানকে। ভাগ্যের পরিহাসে এখন সেই রাজাকারপুত্রের পাশেই বসতে হবে জাতীয় পার্টির এই সংসদ সদস্য।

 

 

শুধু চেয়ারম্যান প্রার্থী এম এ রশীদ-ই নয় বরং এই উপজেলায় হেরে গেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সানাউল্লাহ সানুও। এই সানুও সরাসরি সেলিম ওসমানের অনুগত। উপজেলা থেকে নিজ বলয়ের নেতৃত্ব ছিটকে যাওয়ায় এখন অনেকটাই ব্যাকফুটে চলে গেছে ওসমান পরিবার।

 


এদিকে, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন নিয়েও সৃষ্টি হয়ে নানান জটিলতার। যেখানে স্থানীয় সংসদ সদস্য চান সদরে চেয়ারম্যান নির্বাচন করবেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম। অপরদিকে, সরাসরি না হলেও এই সিদ্ধান্তের পরোক্ষ বিরোধীতা করে চলেছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু। তারা দু’জনেই চান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে।

 


এমতাবস্থায় রাজনৈতিক বোদ্ধারা বলছেন, নারায়ণগঞ্জ- ৪ ও নারায়ণগঞ্জ-৫ আসনে ওসমান পরিবারের দুই এমপি থাকা সত্ত্বেও রাজনৈতিকাঙ্গনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা হয়তো ক্ষুনাক্ষরেও ভাবেননি এমপি শামীম ওসমান ও সেলিম ওসমান।

 

 

সংসদ সদস্য থাকাবস্থায় যদি ক্ষমতাধর এই পরিবারটির চেইন অব কমান্ড ভেঙে যায় সেক্ষেত্রে তাদের অনুপস্থিতিতে ওসমানদের ভবিষ্যত কর্ণধার নাসিম ওসমানপুত্র আজমেরী ওসমান ও শামীম ওসমানপুত্র অয়ন ওসামানের নেতৃত্বকে ভালোভাবে নেবেন না বর্তমান ওসমান অনুগতরা। এতে করে বলাই যায়, এখন হুমকির মুখে ওসমানদের ভবিষ্যত নেতৃত্ব।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন