ফ্লাইওভার নির্মাণকাজের সময় গ্যাসের পাইপ ফেটে আগুন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ মে ২০২৪, ১০:৫৩ পিএম
পঞ্চবটীর শাসনগাঁও এলাকায় দ্বিতল ফ্লাইওভার প্রকল্পের জন্য রাস্তা খুঁড়ে পাইলিং করার সময় তিতাস গ্যাসের মূল বিতরণ সংযোগের পাইপ ফেটে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ৮টি দোকান পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।অগ্নিকাণ্ডের পর থেকে তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, পঞ্চবটী থেকে মুক্তারপুর পর্যন্ত নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে ২০২৩ সাল থেকে দ্বিতল ফ্লাইওভার প্রকল্পের নির্মাণকাজ চলছে। আজ সকালে শাসনগাঁও এলাকায় রাস্তা খুঁড়ে পাইলিং করার সময় তিতাস গ্যাসের মূল বিতরণ লাইনের ১২ ইঞ্চি ব্যাসের পাইপ ফেটে আগুন ধরে যায়।
এ সময় গ্যাসের চাপের কারণে আগুন প্রায় ৬ তলা ভবনের সমান উচ্চতায় উঠে যায়। এতে আতঙ্কিত হয়ে আশপাশের বাসিন্দারা রাস্তার বের হয়ে ছোটোছুটি শুরু করে।
আগুনে একটি ৫ তলা ভবনের প্লাস্টিকের সুয়ারেজের বেশ কয়েকটি লাইন ও বিদ্যুতের তার পুড়ে যায়। এ ছাড়া অন্তত ৮টি টিনসেড দোকান পুড়ে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফখরুদ্দিন জানান, খবর পেয়ে তিতাস কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই এলাকার মূল বিতরণ লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। পরে ফায়ার সার্ভিসের ফতুল্লা, পাগলা ও শহরের মন্ডলপাড়া স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দ্বিতল ফ্লাইওভারের কাজ করার সময় কোনো নিরাপত্তা ব্যবস্থা না রেখে ঝুঁকিপূর্ণভাবে প্রকল্পের নির্মাণকাজ করায় এই দুর্ঘটনা ঘটেছে। ফ্লাইওভারের নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদেরও যেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয় না, তেমনি পথচারীদের জন্যও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এ কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার ঘটনা ঘটছে। এন. হুসেইন রনী /জেসি


