Logo
Logo
×

বিচিত্র সংবাদ

পাসপোর্ট অফিসে সাংবাদিক পরিচয়ে ধান্দাবাজ চক্রের বেপরোয়া তৎপরতা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ মে ২০২৪, ১১:৫৩ এএম

পাসপোর্ট অফিসে সাংবাদিক পরিচয়ে ধান্দাবাজ চক্রের বেপরোয়া তৎপরতা
Swapno


নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে সাংবাদিক নামধারী ধান্দাবাজ চক্রের অপতৎপরতা চরমভাবে বৃদ্ধি পেয়েছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এই চক্রের অন্যতম একজন হলো আসাদুজ্জামান নূর। জানা গেছে কাঁচপুরের বাসিন্দা এই নূর আপাদমস্তক একজন ধান্দাবাজ এবং প্রতারক। এই প্রতারক বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের নাম ব্যবহার করে গোটা নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন সরকারী অফিসে এবং ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে বেড়াচ্ছে।

 

 

এর আগে এই আসাদুজ্জামান নূর আড়াইহাজারে চাঁদাবাজি করতে গিয়ে গণরোষের শিকার হয়েছিলো। এছাড়া আড়াইহাজারের একজন পৌর মেয়রের কাছে মোটা অংকের টাকা দাবি করেছিলো। ওই মেয়রকে ভূমিদস্যু আখ্যায়িত করে তার বিরুদ্ধে পত্রিকায় নিউজ করার হুমকি দিয়েছিলো। কিন্তু মেয়র তাকে ভয় না পেয়ে উল্টো তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলো।

 

 

এই প্রতারক কখনো নিজেকে প্রাইমারী স্কুলের শিক্ষক আবার কখনো টিভি চ্যানেল বা জাতীয় পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মিডিয়ায় নিউজ করার হুমকি দিয়ে থাকে। জানা গেছে নূরের নেতৃত্বে একটি প্রতারক সিন্ডিকেট গড়ে উঠেছে যারা নাকি জেলার আড়াইহাজার, সোনারগাঁ এবং রুপগঞ্জ অঞ্চলে বেপরোয়া ধান্দাবাজিতে লিপ্ত রয়েছে।

 

 

সম্প্রতি একজন ভূক্তভোগী জানিয়েছেন তার কাছে আসাদুজ্জামান নূর রীতিমতো মোবাইলে ম্যাসেজ দিয়েও টাকা দাবি করেছে যার স্ক্রিনশট রয়েছে এবং সরকারের বিভিন্ন দপ্তরে এই স্ক্রিনশট পাঠানো হয়েছে। জেলার প্রকৃত সাংবাদিকদেরও বিভিন্ন মিডিয়া হাউজেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

 


এদিকে নারায়ণগঞ্জ জোনাল পাসপোর্ট অফিসে গিয়ে এই প্রতারক পাসপোর্টের দালালি করার চেষ্ঠা করছে। কিন্তু পাসপোর্টের আবেদন থেকে শুরু করে সব কিছুই এখন ডিজিটাল হওয়ায় পাসপোর্ট কর্মকর্তারা তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে অনলাইনে পাসপোর্টেও আবেদন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই।

 

 

তারপরেও এই আসাদুজ্জামান নূর এবং তার প্রতারক চক্রের সদস্যরা পাসপোর্ট অফিসে গিয়ে বেপরোয়া তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এতে এই পাসপোর্ট অফিসের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। তাই এ ব্যাপারে এখনই প্রশাসনের নজরধারী জরুরী বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।     এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন