Logo
Logo
×

বিচিত্র সংবাদ

হিট স্ট্রোকে আক্রান্ত শাহরুখ খান

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ১২:১৩ এএম

হিট স্ট্রোকে আক্রান্ত শাহরুখ খান
Swapno


অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে হিটস্ট্রোকে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২১ মে) দলের খেলা দেখতে আহমেদাবাদে হাজির ছিলেন কিং খান। সেখানে অসুস্থ বোধ করেন তিনি। আজই তাকে শহরের কেডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।  

 

 

জানা গেছে, আইপিএলের প্লেঅফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ খান। গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করেন তিনি। কিন্তু এরপরই প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। কেডি হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডিহাইড্রেশনের কারণে মঙ্গলবার রাতেই অসুস্থ হয়ে পড়েন কিং খান।

 

 

এরপর বুধবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। এখন ভালো আছেন তিনি। জানা গেছে, আহমেদাবাদের তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরে থাকায় গরম সহ্য হয়নি শাহরুখের। এরপরই সকাল থেকে অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।     এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন