অনলাইন অর্ডারে নির্ঝঞ্ঝাটে কিশোররা নিচ্ছে দেশীয় অস্ত্র
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ মে ২০২৪, ১২:১৩ এএম
# অনলাইনে যারা এসব ব্যবসা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো : এডি. এসপি ডিবি
আসছে পবিত্র ঈদুল আযহা। প্রতিটি মুসলিম পরিবারে সামর্থ্য অনুযায়ী দিয়ে থাকেন কোরবানি । কোরবানির মাংস প্রস্তুত করতে দেশিও অস্ত্র যেমন ছুরি, চাপাতি, কোরাল ও গরু জবাই করার জন্য রানদ্যার ব্যবহার হয়ে থাকে।
তাছাড়া সাথে প্রয়োজন হয় আরো নানা ধরনের চাকু। যা বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে হাত বাত বাড়ালেই মিলছে এসব দেশীয় অস্ত্র। তবে এটিকে নেতিবাচকভাবে ব্যবহার করতে এসব দেশীয় অস্ত্র সংগ্রহ করছে কিশোররা।
বর্তমান নারায়নগঞ্জে দিনের পর দিন বেড়েই চলছে কিশোরগ্যাং যা প্রতিটি পাড়া মহল্লায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পান থেকে চুন খসলেই শুরু হয়ে গ্রুপে গ্রুপে মারামারি। আর তাতে ব্যবহার করা হয় নানা ধরণের দেশি অস্ত্র। এ জেলায় কিছুদিন পর পরেই আলোচনায় আসে কিশোরগ্যাং।
এসব হামলার ঘটনায় প্রাণ হারিয়েছে অনেকে, কেউ আবার হারিয়েছে শরীরের বিভিন্ন অঙ্গ। তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বিভিন্ন সময় কিশোরগ্যাং সদস্যদের আটক করলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি কিশোরগ্যাং তান্ডব। আর এসব কিশোরগ্যাং সদস্যদের বয়স ১৫/২০ বছরের মধ্যে যাদের কাছে রয়েছে নানা ধরণের দেশীয় অস্ত্র।
আসছে ঈদুল আযহা যেখানে দেশি অস্ত্রের ব্যবহার বেশ গুরুতপুর্ণ কিন্তু নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাত বাড়ালেই মিলেছে এসব অস্ত্র ও চাকু। যা কেনার ক্ষেত্রে নেই কোন ধরনের বিধি নিষেধ। যার কারণে ছোট বড় সকলে কিনে সংগ্রহ করতে পারছে এসব অস্ত্র।
বিশেষ করে বর্তমান সমাজের কিশোরগ্যাং সদস্যদের হাতে চলে যাচ্ছে বেশিরভাগ চাকুগুলো। আর তারা বিভিন্ন সময় মারামারিতে ব্যবহার করে আসছে এসব দেশীয় অস্ত্র। যা শহরের বিভিন্ন এলাকায় কিশোরগ্যাং এর হামলায় ব্যবহার করা হয়েছে তাতে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন।
দেশীয় অস্ত্র সংগ্রহের জন্য অনলাইনের দিকে বেশি ঝুঁকছেন কিশোর বয়সের বাচ্চারা। কারণ অনলাইনের অর্ডার করার পরে কোন ধরনের ঝামেলা পোহাতে হয় না ডেলিভারি ম্যান বাড়িতে এসে পৌছে দিয়ে যান। আর বাহিরে দোকানে কিনতে গেলে হয়তো আশে পাশের লোকজন দেখে ফেলবে তাই কিশোরগ্যাং সদস্যরা বেছে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যান্য অনলাইন শপ গুলোকে।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম দৈনিক যুগের চিন্তাকে জানান, প্রকাশ্যে যে সব স্থানে ছুরি, চাকু এসব জিনিস বিক্রি করা হয় সেখানে আমরা নজর রাখবো। সামাজিক যোগাযোগ মাধ্যম কিশোরগ্যাং সদস্যরাই বেশি এসব কিনছে এমন প্রশ্নে তিনি বলেন, নারায়ণগঞ্জে কেউ অনলাইনে এসব চাকু ব্যবসা করে বা কিনছে এমন খবর পেলে বা জানতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। এন. হুসেইন রনী /জেসি


