ভয়ানক নদীভাঙনের কবলে কালাপাহাড়িয়ার মধ্যেরচর
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৩:৩৭ পিএম
ভয়ানক নদী ভাঙ্গনের কবলে পড়েছে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যেরচর এলাকাটি। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় খাগকান্দা থেকে ট্রলার থেকে যোগে কালাপাগাড়িয়া ইউনিয়নে প্রবেশ করলেই মধ্যেরচর এলাকার অবস্থান। এ এলাকাটি মেঘনা নদীর পার ঘেষেই অবস্থিত। এই এলাকাটি মূলত কৃষি প্রধান এলাকা।
সেই সুবাধে এই মধ্যেরচরে প্রচুর কৃষি জমির অবস্থান। কিন্তু তীব্র নদী ভাঙ্গনের ফলে প্রচুর কৃষি জমি ইতিমধ্যো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাকি কৃষি জমি বিলীন হওয়ার পথে। প্রতিদিনই ভাঙ্গনের শিকার হচ্ছে কৃষিজমিগুলো।তবে ভাঙ্গন প্রতিরোধে কোনো ব্যাবস্থা নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট কাউকে।
এ ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানায় এই এলাকার নদী ভাঙ্গন সমস্যা দীর্ঘদিনের সমস্যা। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে এর জন্য দায়ী করা হয়। কেননা, তিনি নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে এই ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এছাড়াও তিনি মধ্যারচরের নদী ভাঙ্গন প্রতিরোধে তেমন কোনো পদক্ষেপই নেননি। অন্যদিকে নদীভাঙ্গনের কবলে পরে অনেকে হয়েছেন নিঃস্ব ,আবার অনেকে নিঃস্ব হওয়ার পথে।
এলাকাবাসী বলছে এখনই এ সমস্যার উপযুক্ত সমাধান না করতে পারলে এই অঞ্চলের ব্যাপক ক্ষতি সাধিত হবে। শুধু কৃষি জমিই নয়। হারাতে হবে বসতভিটাও। মধ্যেরচরের নদীভাঙ্গন নিয়ে কালাপাহাড়িয়ার চেয়ারম্যান ফাইজুল হক ডালিম বলেন, নদী ভাঙ্গনের ব্যাপারে আমি চেয়ারম্যান হওয়ার আগে থেকেই আলোচনা করে আসছি।
নদী ভাঙ্গন প্রতিরোধে যে কাজটি এটা তো অনেক বড় একটি কাজ। সরকার জদি আর্থিকভাবে সহায়তা করে তবেই এ কাজ সম্ভব হতে পারে। আমার ইউনিয়ন যেহুতু ভেঙ্গে যাচ্ছে এই কাজ তো আমাকেই করতেই হবে। নারায়নগঞ্জ ডিসি অফিসে একটি মিটিং হয়েছে যেখানে বিভাগীয় কমিশনার আসছিলো। এই মিটিং এ আমি এই সমস্যাটা তুলে ধরেছি। উনি বলেছে খুব শ্রিঘ্রই এ সমস্যা নিরসন করা হবে।
তবে কালাপাহাড়িয়া বাসীর প্রানের দাবী আর কালক্ষেপন না করে অতিদ্রুত এই নদী ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। এখন দেখার বিষয় এই সমস্যা সমাধানে আদৌ সংশ্লিষ্ট কতটা কার্যকর ভূমিকা পালন করে। এন. হুসেইন রনী /জেসি


