‘সরকারই সবচেয়ে বেশি পরিবেশ আইন লঙ্ঘন করে’
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৮:৫৬ পিএম
# পরিবেশ আইন সংশোধনের দাবী
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের নয়টি সংগঠনের জোট ‘নারায়ণগঞ্জ সম্মিলিত পরিবেশ আন্দোলন’ এর মানববন্ধনে বক্তারা বলেছেন, পরিবেশ রক্ষায় সরকার আইন তৈরী করলেও সবচেয়ে বেশি আইন ভাঙ্গে সরকারই। তারা পরিবেশ আইন সংশোধনের দাবী জানিয়ে বলেন, পরিবেশ আইনের ত্রুটি সরকারকে পরিবেশ বিরোধী কর্মকান্ড করতে অবাধ স্বাধীনতা দিয়েছে। আইনের একটি ধারার কারনে সরকারের বিরুদ্ধে মামলায় জেতা যাচ্ছে না।
‘নারায়ণগঞ্জ সম্মিলিত পরিবেশ আন্দোলনে’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সহ-সভাপতি সম্পাদক তারেক বাবু, নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলন এর প্রধান সমন্বয়ক মোস্তফা করিম, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমন্বকয় সাইফুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার জেলা কমিটির সভাপতি আফরিন সুলতানা জেমি, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন- শাহ্ শরীফুন নেছা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক শরীফ উদ্দিন সবুজ, শ্রুতি সাংস্কৃতিক একাডেমীর ধীমান সাহা জুয়েল, সমমনার দুলাল সাহা, উদিচী শিল্পী গোষ্ঠির জাহিদুল ইসলাম দীপু, খেলাঘর আসর প্রতিনিধিবৃন্দ।
মানববন্ধনে ‘নারায়ণগঞ্জ সম্মিলিত পরিবেশ আন্দোলনে’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিক বলেন, পরিবেশ আইন অনুযায়ী সরকারকে নদী রক্ষা করতে হবে, গাছ রক্ষা করতে হবে, জলাশয় রক্ষা করতে হবে এমন আইন রয়েছে। কিন্তু সরকারি সংস্থাগুলি সবচেয়ে বেশি আইন লঙ্ঘন করে নদী দখল করছে, ভরে ফেলছে। গাছ কেটে ফেলছে। নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ এর প্রকৃষ্ট উদাহরন। তারা তাদের নতুন টার্মিনাল ভবন নির্মাণের অযুহাতে নদী দখল ও গাছ কাটার পরিকল্পনা চূড়ান্ত করেছে।
নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলন এর প্রধান সমন্বয়ক এডভোকেট মোস্তফা করিম বলেন, পরিবেশ আইনে নদী দূষন ভরাট করলে, গাছ কাটলে, জলাশয় ভরাট করলে, বায়ু দূষন করলে, শব্দ দূষন করলে শাস্তির ব্যবস্থা আছে বললেও একই আইনের সর্বশেষ লাইনে বলা হয়েছে সরকারের প্রয়োজনে কোনো কাজ হলে এ আইন প্রযোজ্য হবে না। তাই এ আইন দ্বিমুখি আইন। ফলে সরকার যখন আইন লংঘন করে তার বিরুদ্ধে মামলা করে লাভ হয়না। এ আইন সংশোধন করতে হবে। এন. হুসেইন রনী /জেসি


