মাজার জিয়ারতে গিয়ে ছাত্রলীগ নেতা নিখোঁজ
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৮:৩২ পিএম
আড়াইহাজার থেকে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে গিয়ে নিখোঁজ হয়েছেন ছাত্রলীগ নেতা সাজিদ আল আমিন মোল্লা (৩৪)। তিনি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার রাত থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। শুক্রবার এ বিষয়ে আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সাজিদ আল আমিন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামের মৃত আলমাস মোল্লার ছেলে। সাজিদের বড় ভাই আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সহসভাপতি শাহজাহান কবিরের ভাষ্য, বৃহস্পতিবার সকালে তাঁর ভাই সিলেটে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হয়।
এদিন রাত ৮টার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত ৯টায় সাজিদের মোবাইল ফোনে কল দিলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি রিসিভ করে। এর পর থেকে মোবাইল ফোন বন্ধ পাচ্ছেন। এ বিষয়ে তারা আড়াইহাজার থানায় জিডি করেছেন। শাহজাহান কবির জানিয়েছেন, ভাইয়ের খোঁজে তারা সিলেটের বিভিন্ন হাসপাতাল, থানাসহ বিভিন্ন জায়গায় সংবাদ নিয়েছেন। কোনো তথ্য না পাওয়ায় পরিবারের সবাই উৎকণ্ঠিত। সাজিদের সন্ধান পেলে পরিবারের মোবাইল ফোন নম্বরে (০১৭৯৫৯৯৯৩৯৩) যোগাযোগের অনুরোধ করেন তিনি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানউল্লাহ বলেন, জিডির পর তারা দেশের বিভিন্ন থানায় ওয়্যারলেস মেসেজ দিয়েছেন। তারাও ওই ছাত্রলীগ নেতার সন্ধানে চেষ্টা করছেন। এন. হুসেইন রনী /জেসি


