ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনার পলায়নের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। সেই ধারাবাহিকতায় আত্মগোপনের তালিকায় ছিলেন- নারায়ণগঞ্জের ৫টি আসনের সাবেক এমপি ও মন্ত্রীগণ।
তাদের ভেতর, এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী, নারায়ণগঞ্জ- ১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। রূপগঞ্জে থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন বাকি রইলেন অন্য চার আসনের চারজন সাবেক সংসদ সদস্য।
সূত্রের খবর অনুযায়ী, শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গাজী গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপি থেকে গণমাধ্যমকে বলা হয়, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়েছে। রোববার রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, নারায়ণগঞ্জ- ১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার হলেও এখনো ধরাছোয়ার বাইরে নারায়ণগঞ্জ- ৫ আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ- ৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত ও নারায়ণগঞ্জ- ২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। যাদের প্রত্যেকের নামে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহুর্তের মধ্যেই আড়ালে চলে যান নারায়ণগঞ্জের সব ক’টি আসনের সংসদ সদস্যগণ। যাদের মধ্যে শেষ রক্ষা হলো না: বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ- ১ আসনের সাবেক এমপি গাজী গোলাম দস্তগীরের (বীরপ্রতিক)। তবে, এখনো অধরা রয়ে গেছেন নারায়ণগঞ্জের সাবেক এমপিরা। যারা প্রত্যেকেই বিভিন্ন থানায় হত্যা মামলার আসামী বলে জানা গেছে।
সূত্রমতে, ১৭ আগস্ট রাতে নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামী করা হয় নারায়ণগঞ্জ- ৪ আসের সাবেক এমপি শামীম ওসমান ও নারায়ণগঞ্জ- ৫ আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমানকে। এছাড়াও ওই মামলায় অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুই শতাধিক মানুষকে আসামী করা হয়েছে।
এছাড়াও আড়াইহাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে উপজেলার বালুয়া কান্দি গ্রামের শফিকুল ইসলাম নামে এক বিএনপির একজন কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ২১ আগস্ট নিহতের স্ত্রী তাছলিমা আক্তার বাদি হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। যেখানে আসামী করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নারায়ণগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ- ৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতকে। জেলার সচেতন নাগরিকরা জানতে চান- তারা গ্রেপ্তার হচ্ছেন কবে? এন. হুসেইন রনী /জেসি


