Logo
Logo
×

বিচিত্র সংবাদ

মাত্র এক টাকা কমলো এলপি গ্যাসের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১২:২৯ এএম

মাত্র এক টাকা কমলো এলপি গ্যাসের
Swapno


ফের চলতি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হয়েছে। গত ৫ নভেম্বর ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম মাত্র ১ টাকা কমিয়ে, গ্যাসের নতুন দাম নির্ধারণ করে ঘোষনা দেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা বর্তমানে প্রতি ১২ কেজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে ১ হাজার ৪৫৫ টাকায়।

 

 

একদিকে যেমন দ্রব্যমূলের ঊর্ধ্বগতি ঠিক এ সময়ে মানুষের ব্যয় আরো বেড়ে গেলো। এলপিজির দাম যেন নিয়ন্ত্রন হারা হয়ে যাচ্ছে। একদিকে মাসের পর মাস গ্যাসের সংকট অন্যদিকে সিলেন্ডার না কিনেও কোনো উপায় দেখছেনা সাধারণ মানুষ। এর আগে গত অক্টোবর মাসে ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

 

 

অন্যদিকে গত ৪ আগস্ট ভোক্তা পর্যায়ে  ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল। সেসময় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৭৭ টাকা। এর আগের মাসে জুলাইতে দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬৬ টাকা।

 

 

এছাড়া জুন ও মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৪৯ টাকা কমিয়ে নেওয়া হয়েছিল। তখন দাম ছিল ১ হাজার ৩৬৩ টাকা ও ১ হাজার ৩৯৩ টাকার মধ্যে। গত এপ্রিলেও প্রতিটি ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ৪০ টাকা। এর আগে টানা ৮ মাস বাড়ানো হয়েছিল এলপিজির দাম।     এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন