Logo
Logo
×

শিক্ষা

মানবিক ডিসি খ্যাত জাহিদুল ইসলাম মিঞার ঐকান্তিক প্রচেষ্টায়

আইন কলেজে বিশুদ্ধ পানির টিউবওয়েল ও স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:০০ এএম

আইন কলেজে বিশুদ্ধ পানির টিউবওয়েল ও স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন

দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ভোগান্তির অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ আইন কলেজে পানির পাম্প ও স্বাস্থ্যসম্মত টয়লেট সমস্যার সমাধান করলেন মানবিক জেলা প্রশাসক হিসেবে খ্যাত মো. জাহিদুল ইসলাম মিঞা। তাঁর এই উদ্যোগে স্বস্তি ফিরেছে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মাঝে।

Swapno

দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ভোগান্তির অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ আইন কলেজে পানির পাম্প ও স্বাস্থ্যসম্মত টয়লেট সমস্যার সমাধান করলেন মানবিক জেলা প্রশাসক হিসেবে খ্যাত মো. জাহিদুল ইসলাম মিঞা। তাঁর এই উদ্যোগে স্বস্তি ফিরেছে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মাঝে। শিক্ষার্থীদের নূন্যতম প্রধান চাহিদাগুলোর মধ্যে অন্যতম টয়লেট ও বিশুদ্ধ পানির সুবিধা দীর্ঘদিন ধরে অপ্রতুল থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন জেলা প্রশাসক, যার ফলে কলেজে নির্মিত হয়েছে নতুন পানির পাম্প এবং টয়লেট সুবিধা। এই গুরুত্বপূর্ণ উন্নয়নের জন্য কলেজ গভর্নিং বডির সদস্য, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।


এই পদক্ষেপ নারায়ণগঞ্জ আইন কলেজে একটি ইতিবাচক পরিবেশ গঠনের পথ প্রশস্ত করেছে এবং শিক্ষাবান্ধব প্রশাসনের একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া বলেন, “মানবিক জেলা প্রশাসক খ্যাত জাহিদুল ইসলাম মিয়া নারায়ণগঞ্জ আইন কলেজ পরিদর্শনে এসে শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই ভোগান্তির বিষয়ে অবগত হন। তিনি কথা দিয়েছিলেন এ সমস্যার সমাধান করবেন। তিনি চারটি টয়লেট এবং একটি বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন সম্পন্ন করে তার কথা রেখেছেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ।”



আইন কলেজের গভর্নিং বডির সদস্য মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমকেও এ ব্যাপারে ভূমিকা রাখায় কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হয়েছে। এখন এই জরাজীর্ণ ভবন নিয়ে ভাবার সময়। আশা করি এই সমস্যাটিও দ্রুত সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে।”
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ আইন কলেজের উপাধ্যক্ষ অ্যাডভোকেট সালেহউদ্দিন আহমেদ ভূঁইয়া সবুজ বলেন, “নারায়ণগঞ্জ আইন কলেজটি একটি ঐতিহ্যবাহী কলেজ। আমিও একসময় এই কলেজে পড়াশোনা করেছি। এই কলেজটিতে কোনো বাথরুম এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল না। বর্তমানে জেলা প্রশাসক বিষয়টি সম্পর্কে জেনে অতি দ্রুত সমস্যাটির সমাধান করেছেন। এর ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই উপকৃত হবেন। তার এই মহতী উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ।”



এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ আইন কলেজের প্রভাষক অ্যাডভোকেট রাসেল প্রধান বলেন, “সরকার পতনের পর এই আইন কলেজে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। যা একসময় স্বপ্ন ছিল, এখন তা বাস্তবে রূপ নিচ্ছে। তবে এ কলেজের ভবনগুলো একেবারে জরাজীর্ণ। বৃষ্টি আসলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। ভবনগুলো ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। তাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এ আইন কলেজের ভবনগুলো দ্রুত সংস্কার করা হোক। এতে নারায়ণগঞ্জবাসী উপকৃত হবেন।”



এ সময় কলেজের শিক্ষার্থীরা বলেন, “এই কলেজে ওয়াশরুম এবং বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা ছিল না দীর্ঘদিন ধরে। তবে এই সমস্যার সমাধান হয়েছে। এর জন্য জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তবে এখনো সবচেয়ে বড় সমস্যাটি রয়েছে—এ কলেজের ভবনটি একেবারে জরাজীর্ণ। এই ভবনটি সংস্কার করা এখন সময়ের দাবি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নারায়ণগঞ্জ আইন কলেজকে একটি আধুনিক কলেজে রূপান্তরিত করা হোক।”

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন