সোনারগাঁয়ে ওলামায়ে কেরামদের সাথে জামায়াতের মতবিনিময় সভা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
সোনারগাঁওয়ে মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মাদ্রাসার মুহতামিম ও বিশিষ্ট ওলামায়ে কেরামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁও দক্ষিনের সভাপতি মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড. ইকাবাল হোসাইন ভূইয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা রাকিব বিল্লাহ আড়াইহাজারী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁও দক্ষিনের সেক্রেটারি মো: আশাদুল ইসলামের উপস্থাপনায় অন্যান্য খতিব ও ইমামগণ তাদের নিজস্ব মতামত পেশ করেন। প্রধান অতিথি বলেন এ পৃথিবীতে কেউ ভুলের উর্দ্ধে নয় তাই সকলের উচিত ছোট ছোট ভুল গুলো বড় করে না দেখে ক্ষমার চোখে দেখে ইসলামী রাষ্ট প্রতিষ্টিত করতে আলেম সমাজকে তাদের জায়গা থেকে কাজ করতে হবে।
আল্লাহ পাক আমাদেরকে কাজ করার ক্ষেত্র তৈরী করে দিয়েছেন। তাই আসুন সকলে মিলে ইসলামের জন্য কাজ করি। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভা শেষ করা হয়। এন. হুসেইন রনী /জেসি


