Logo
Logo
×

স্বাস্থ্য

না.গঞ্জে ১১টি হাসপাতাল ক্লিনিক বন্ধের নির্দেশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:১৭ পিএম

না.গঞ্জে ১১টি হাসপাতাল ক্লিনিক বন্ধের নির্দেশ
Swapno

 

লাইসেন্সহীন সকল হাসপাতাল-ক্লিনিকে বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এর প্রেক্ষিতে নারায়ণগঞ্জের মোট ১১ টি হাসপাতাল-ক্লিনিকে বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জেন। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জেন ডাঃ এ এফ এম মুশিউর রহমান।

 

সিভিল সার্জেন জানান, আমাদের কাছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা এসেছে। সারা জেলার মোট ২০০ টি হাসপাতাল-ক্লিনিকের মধ্যে ১১ টির হালনাগাদ করা হয়নি। আমরা তাদেরকে বন্ধের নির্দেশ পাঠিয়ে দিয়েছি। তাছাড়া আমাদের তালিকার বাহিরে কোন প্রতিষ্ঠান আছে কিনা আমরা সেই বিষয়ে অভিযান চালাচ্ছি। প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে সচিবালয়ে সারাদেশে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনই এ বিষয়ে ছাড় দেব না। আপনারা জানেন, এরইমধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে, তেমনি অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেওয়া হবে না।” এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন