-copy-68a84ff13ccbe.jpg)
সভা ত্যাগ করাই হতো যৌক্তিক
প্রতিবারই বাস ভাড়া বৃদ্ধির জন্য মালিকরা জ্বালানীর দাম বৃদ্ধি, চাঁদা দিতে বাধ্য, রাস্তার দৈর্ঘ্যরে পরিমান বৃদ্ধি ও যন্ত্রাংশের দাম বৃদ্ধি ইত্যাদি কারণ দেখিয়ে বাস ভাড়া ভাড়নোর দাবিনিয়ে প্রসাশনের সাথে দরবার, যাত্রিদের জিম্মি করে বাস ধর্মঘট ও রাস্তায় অরাজক পরিস্থিতির সৃষ্টি যাত্রি সাধারণ অভ্যস্থ। এবার কিন্তু এসবই ছিলো অনুপুস্থিত। সভায় যাত্রিদের পক্ষের শক্তিও দূর্বল ছিলোনা তারপরেও উনারা জেলা প্রশাসক সাহেবের উপর দায়িত্ব দিয়ে চলে এলেন। যাত্রি সাধারণের কষ্টের কথাও ভাবলেন না। মানবিক জেলা প্রশাসক সাহেবও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভাড়া বৃদ্ধি করলেন। চমৎকার জনসভা এটি! আমরা কি ভাববো আর ফিটনেস বিহীন গাড়ী রাস্তায় চলতে দেওয়া হবেনা- এটিতো নির্ভর করে প্রশাসনের আন্তরিকতার উপর। লেখক : এড. এ.বি সিদ্দিক, সভাপতি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।