বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

 গ্রেপ্তার করলে আগে আমাকে করুন : পুলিশকে শাহেদ

প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও ভারতের সাথে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আয়োজিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জনসমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীদের নিয়ে যোগ দেন মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ।

 

শনিবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পেছনে ৪১, চাষাঢ়া বালুর মাঠে মডার্ন ডায়াগনষ্টিক সেন্টারের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সমাবেশে অংশ নিতে শাহেদ আহমেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল মিছিল নিয়ে যাওয়ার সময় পেছন থেকে মিছিলটি ঘিরে ধরে পুলিশের সদস্যরা। এসময় বেশ কয়েকজন ছাত্রদল নেতাকে আটক করতে চাইলে তাতে বাধা দেন ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ। উপস্থিত নেতাকর্মীদের সামনে পুলিশকে তিনি বলেন, ‘আমার নেতাকর্মীদের এখান থেকে গ্রেপ্তার করার আগে  আমাকে  গ্রেপ্তার করতে হবে। আমার নেতা কর্মীর গায়ে হাত দিবেন না।’

 

মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদের এমন সাহসী ভূমিকা দেখে নেতা নেতাকর্মীরা উৎফুল্ল। পরে শাহেদ আহমেদের নেতৃত্বে আবারও তারা একত্রিত হয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। 

 

এসময় মহানগর ছাত্রদলের সহসভাপতি শাহিন শরীফ, শফিক আহমেদ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোক্তাধির হোসেন হৃদয়সহ ছাত্রদল নেতা শাহিন, শরীফ, মাসুদ, রিক্সন, সাদ্দাম, আলতাফ, রাসেল, মিঠু, আরিফ, হৃদয়, আলীনূর, লেমন, আমান প্রমুখ উপস্থিত ছিলেন।  
 

এই বিভাগের আরো খবর