বিকেএমইএ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত মোরশেদ সারোয়ার সোহেল

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১২:০০ এএম

বিকেএমইএ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত মোরশেদ সারোয়ার সোহেল
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমই) নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়ে ভোটারদের কাছে গিয়ে পুরো প্যানেলের প্রার্থীদের জন্য ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছে আরএস কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ সারোয়ার সোহেল। তিনি বিকেএমইএ’র বর্তমান কমিটির সহ সভাপতি (অর্থ) পদে দায়িত্বে রয়েছেন।
সোমবার ৫ মে বিকেএমই’এর চট্রগ্রাম ভোটারদের কাছে গিয়ে পুরো প্যানেলের প্রার্থীদের জন্য ভোট চেয়ে ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন। সেই সাথে নির্বাচনে তাদের সাথে আলাপচারিতার মাধ্যমে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন বলে জানান। এর আগে বুধবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর চাষাঢ়া বিকেএমইএ’র ভবনে মনোনয়নপত্র জমা প্রদান করেন।
এসময় আরএস কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমই’এ পরিচালক পদে প্রার্থী মো. মোরশেদ সারোয়ার সোহেল বলেন, ব্যবসায়ীদের ভালোবাসায় দীর্ঘ দিন বিকেএমইএ’র কমিটিতে সকলের সহযোগিতায় দক্ষতা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে আসছি। সেই সাথে সবসময় ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি।
তাছাড়া বিকেএমই'কে সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সকলের সাথে মিলে কাজ করার তাগিদে এখানে প্রার্থী হয়েছি। আগামীতেও নারায়ণগঞ্জ তথা দেশের হয়ে কাজ করার জন্য ব্যবসায়ীদের পাশে আমাদের পুরোপ্যানেল নিয়ে থাকতে চাই। তাদের ভোটের মাধ্যমে আগামী ১০ মে বিকেএমই’এর নির্বাচনে আমাদের পুরো প্যানেলের ৩৫ জন প্রার্থী জয়ী হবে বলে আমি বিশ্বাস করি।আর এজন্য সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করি।
মো. মোরশেদ সারোয়ার সোহেল একজন দূরদর্শী ও অভিজ্ঞ শিল্পনেতা। নীট শিল্পের বর্তমান সংকট ও বাস্তবতা অনুধাবন করে তার কার্যকর সমাধানে সচেষ্ট থাকেন তিনি। নীটওয়্যার শিল্পের ভিত্তিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে চান তিনি। তারই ধারাবাহিকতায় সদ্য চেম্বার অব কমার্সের নির্বাচনে তিনি এবারও ব্যবসায়ীদের ভালোবাসায় সিনিয়র সহ সভাপতি হিসেবে জয়ী হয়েছেন।
মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন প্রার্থীরা ১৯ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। ভোটাররা ২০ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত তাদের ভোটার পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। ১০ মে ভোট গ্রহণের পর প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। ১৪ মে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের ২৫ জুলাই টানা সপ্তমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। নির্বাচনে জয়ী ঘোষণা করা হয় সেলিম ওসমান নেতৃত্বাধীন প্যানেলের ৩৫ জন পরিচালক। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সংগঠনের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সেলিম ওসমান। এরপর গত বছরের ২৫ আগষ্ট বিকেএমইএর সভাপতির দায়িত্ব পায় মোহাম্মদ হাতেম।