সেলিম ওসমানের সহযোগী হাতেম পুনরায় বিকেএমইএ’র সভাপতি

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১২:০০ এএম

সেলিম ওসমানের সহযোগী হাতেম পুনরায় বিকেএমইএ’র সভাপতি
আওয়ামী লীগের দোসর সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের আস্থাভাজন সহযোগী হিসেবে পরিচিত ঝুট ব্যবসায়ী মোহাম্মদ হাতেম আবার বাংলাদেশ নীটওয়্যার উৎপাদক ও রপ্তানীকারক সমিতির (বিকেএমইএ) ২০২৫-২৭ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালের ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর ২৫ আগস্ট সেলিম ওসমানের পদত্যাগপত্রে ঝুট ব্যবসায়ী হাতেমকে সভাপতি করার নির্দেশ দেন।
এরপর ব্যবসায়ীদের তীব্র আপত্তি, অভিযোগ আর নানা নাটকীয়তার পরও সভাপতির পদ আগলে রাখেন হাতেম। এরপর চলতি মাসে অনুষ্ঠিত নির্বাচনে ৩৫ পদে মাত্র ৩৮ প্রার্থী থাকলেও সেখানে ১০ম হন হাতেম। প্যানেলের বাইরে যে তিন প্রার্থী ছিলেন তারাও সেলিম ওসমান ও হাতেমের অনুসারী ছিলেন। এরপরেও দশম হন হাতেম।
এবার আর ভোটাভুটির ঝুঁকি না নিয়ে বেয়ারার নির্বাচনে নির্বাচন ব্যতিত সিলেকশনেই সভাপতি হন হাতেম। একই সাথে নির্বাহী সভাপতি হয়েছেন ফজলে শামীম এহসান। বৃহস্পতিবার ১৫ মে নারায়ণগঞ্জে বিকেএমইএ'র প্রধান কার্যালয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। এ সময় নির্বাচন বোর্ড কর্তৃক পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করে নির্বাচন বোর্ডের কাছে জমা দেন প্রার্থীরা।
এতে দেখা যায়, সভাপতি, নির্বাহী সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি (অর্থ) ও ৫ জন সহ-সভাপতি মিলিয়ে মোট নয়টি অফিস বেয়ারার পদের জন্য নয়টি মনোনয়নপত্র জমা পড়ে। নির্বাচন বোর্ড তা যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
জানা যায়, বিকেএমইএ পরিচালনা পর্ষদের ২০২৫-২৭ মেয়াদে অফিস বেয়ারার্স পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলে শামীম এহসান। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে অমল পোদ্দার (পানাম গ্রুপ), সহ-সভাপতি (অর্থ) পদে মোরশেদ সারোয়ার সোহেল এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন পাঁচ জন। তারা হলেন, মো. সামসুজ্জামান (মাইক্রো ফাইবার গ্রুপ), গাওহার সিরাজ জামিল (চট্টগ্রাম), আশিকুর রহমান, ফকির কামরুজ্জামান নাহিদ এবং মোহাম্মদ রাশেদ।
নির্বাচন কমিশন জানান, বিকেএমইএ’র নয়টি পদের বিপরীতে নয়টি মনোনয়নপত্র জমা পড়েছে, আলাদা করে নির্বাচনের প্রয়োজন হয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকল পদের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এছাড়া পূর্বেই পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ২৬ জন। তাদের মধ্যে রয়েছেন- মনসুর আহমেদ, আহসান খান চৌধুরী, বেলায়েত হোসেন, ইমরান কাদের তুর্য, খন্দকার সাইফুল ইসলাম, এম. ইসফাক আহসান,
মো. আব্দুল হান্নান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ, মো. জামাল উদ্দিন মিয়া, নন্দ দুলাল সাহা, রতন কুমার সাহা, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, রাজীব চৌধুরী, মিনহাজুল হক, মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, সালাহ উদ্দিন আহমেদ। এছাড়া চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালক পদে রয়েছেন আহেমদ নুর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফৌজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, আব্দুল বারেক, মো. ইয়াসিন।
নির্বাচন কমিশন চেয়ারম্যান সাউফুল্লাহ চৌধুরী বলেন, দীর্ঘদিন পরে ভোটের মাধ্যমে বিকেএমইতে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মে ব্যবসায়ীরা স্বাচ্ছন্দে স্বতস্ফুর্তভাবে এসে ভোট প্রয়োগ করে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করেন। গতকাল বিকেএমইএ পরিচালনা পর্ষদের ২০২৫-২৭ মেয়াদে অফিস বেয়ারার্স পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে। বিকেএমইতে নির্বাচনের গণতন্ত্রের এই ধারা অব্যহত থাকবে।