Logo
Logo
×

সংগঠন সংবাদ

নিটিং ওনার্স নির্বাচনে ২১ পদে ৪২ প্রার্থীর লড়াই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১২:০০ এএম

নিটিং ওনার্স নির্বাচনে ২১ পদে ৪২ প্রার্থীর লড়াই

নিটিং ওনার্স নির্বাচনে ২১ পদে ৪২ প্রার্থীর লড়াই

Swapno

বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিকেওএ) আসন্ন নির্বাচনে দুই প্যানেলে ৪২ জন প্রার্থী লড়াইয়ে নেমেছেন। ২১টি পদে ৪২ জন প্রার্থী লড়াই করবে বলে জানাযায় নির্বাচন কমিশন মতে। ব্যবসায়ী এই সংগঠনটির নির্বাচন ঘিরে নিটিং ব্যবসায়ীদের মাঝেও আমেঝ তৈরী হয়েছে। যদিও ব্যবসায়ীদের একটি মহল থেকে অভিযোগ উঠেছে বর্তমানে দায়িত্বে থাকা পরিষদের ব্যক্তিরা ভুয়া সদস্য বানিয়ে ভোটার তৈরী করেছে। যা নিয়ে ব্যবসায়ী মহলেও ক্ষোভ তৈরী হয়েছে।


তবে সব কিছুর পরেও সম্মিলিত নীট ঐক্য পরিষদের প্যানেল লিডার আবু তাহের শামীমের নেতৃত্বে ২১ জন প্রার্থী হয়েছেন নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচনে। বিপরীতে নীট ঐক্য ফোরাম থেকে সেলিম সারোয়ারের নেতৃত্বে ২১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়ে লড়াইয়ে রয়েছেন। আগামী ৯ আগষ্ট নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন ঘিরে প্রার্থীরা এখন থেবে নিটিং ব্যবসায়ীদের কাছে গিয়ে নিজেদের অবস্থান তুলে দরছেন।


এদিকে গত ৫ জুলাই নিটিং ওনার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহের শামীমের নেতৃত্বে ২৩ জন মনোনয়নপত্র জমা প্রদান করে। পরে দুই জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে নেয়া হয়। বিপরীতে নিটিং ওনার্সের বর্তমান সভাপতি সেলিম সারোয়ারের নেতৃত্বে তার পুরো প্যানেলের ২১ জনের মনোনয়নপত্র জমা দেন। দুই প্যানেলের লোকজন শেষ পর্যন্ত প্রার্থীরা মাঠে থাকলে নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে মনে করেন ব্যবসায়ীরা।


সেই দিকে আগাচ্ছে নির্বাচনের পরিবেশ।  এসময় নিটিং ওনার্সে ভুয়া সদস্যরা ভোটার হয়েছে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ী মহল। নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচনে সম্মিলিত নীট ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন, আবু তাহের শামীম, মো. কামাল হোসেন, মো. কবির হোসেন ভূঁইয়া, সাহারীয়া (জুয়েল), মো. ফারুক আহমেদ, মো. শহিদুল ইসলাম, মো. জাহিদুল আলম, মো. মহসীন মৃধা, মো. সিদ্দিকুর রহমান, মো. কামাল উদ্দিন আহমেদ, মো. আয়েজউদ্দিন মোল্লা, মো. আনোয়ার হোসেন,


মো. আব্দুল আউয়াল (টুটুল), মো. মাসুম, মো. নাসির, মো. মনিরুল ইসলাম, মো. মানিক মিয়া, সৈকত হাসান, মো. শহিদুল ইসলাম সুমন, , সজল দাস ও মো. আরিফ হোসেন। সেলিম সারোয়ার প্যানেলের প্রার্থীরা হলেন, সেলিম সারোয়ার, আবু বকর সিদ্দিক আবুল, মো. শামিম হোসেন সরকার, মো. কোরাইশ মল্লিক, মো. জাকির হোসেন, মো. রায়হান আলী, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, মো. বশির আহমেদ, মো. শফিকুর রহমান, আবু সাইদ, মো. ইদ্রিস মিয়া, মো. আরিফুল ইসলাম,


মো. জাকির হোসেন, মো. এনামুল হাফিজ (কাজল), মো. দেলোয়ার হোসেন, মো. বাহাউদ্দিন আহমেদ, মো. সাইদুর রহমান, মো. আবদুল হাকিম, মো. মোজাহার আলী, মো. মিশেল শেখ, বুলবুল আহমেদ ও শ্যামল দেবনাথ। নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি বলেন, আমরা এখানে সুষ্ঠ নিরপেক্ষ ভাবে নির্বাচন পরিচালনা করার জন্য আসছি। এই নির্বাচনকে নিরপেক্ষ সুষ্ঠ ভাবে করার জন্য সকলে আমাদেরকে সহযোগিতা করবেন  এই প্রত্যাশা করি।


মো. আবু তাহের শামীম বলেন, আমাদের ইশতেহারের প্রথম অঙ্গীকার থাকবে, কোনো ভুয়া সদস্য বা কোনো ব্যক্তি ব্যবসায়ী না হয়ে সদস্য হতে পারবে না। রাখবেন নিটিং ওনার্স এসোসিয়েশন আপনাদের তথা ব্যবসায়ীদের। যার ফ্যাক্টরি নাই কিছুই নাই বাহির থেকে এসে চেয়ারে বসে ব্যবসায়ীদের স্বার্থরক্ষা না করে পারিবারিক কোঠায় পরিনত করবে আমরা তা মেনে নিতে পারি না।


আমরা ভোটের মাধ্যমে ভুয়া সদস্যদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো। এজন্য আমরা এই নির্বাচনে প্রকৃত মালিকদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবো। আর যারা ভুয়ার সদস্য বানিয়ে চেয়ার ধরে রাখতে চায় তাদেরকে ভোট না দিয়ে প্রতিহত করতে হবে। সেলিম সারোয়ার জানান, নিট ঐক্য ফোরামের পক্ষ থেকে আমরা ২২ জন আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমাদের মূল কথা হলো একতা-শক্তি ও প্রগতি।


আমরা যদি সবাই এক না থাকি, তাহলে এই সেক্টরকে বাঁচাতে পারবো না। এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করবো। উল্লেখ্য গত ১৪ মে এক সভার মাধ্যমে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। তফসিল অনুযায়ী ২৪ জুন চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১ জুলাই সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রি হয়। ৫ জুলাই সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়া হয়।


১৫ জুলাই বিকেল ৩ টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ হয়। ১৯ জুলাই ব্যলট নম্বার প্রকাশ করা হয়। ৯ আগষ্ট সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে। নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচনে এবার ৪৮৩ জন ভোটার রয়েছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আনিসুল ইসলাম সানি। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সোহেল আক্তার সোহান, মো.স্বপন চোধুরী।




Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন