Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজার বিএনপি নেতা বাচ্চুর মৃত্যুতে মহানগর যুবদলের শোক প্রকাশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ০৬:৩২ পিএম

আড়াইহাজার বিএনপি নেতা বাচ্চুর মৃত্যুতে মহানগর যুবদলের শোক প্রকাশ
Swapno

 

 

আড়াইহাজার উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু ( ৫২ ) আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সাধারন সম্পাদক শাহেদ আহম্মেদ।

 

এক শোক বার্তায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, সাবেক ছাত্রনেতা আড়াইহাজার উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চুর মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে গভীর শোক ও মরহুমের রুহুের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

 

উল্লেখ্য- বুধবার ( ৩ জানুয়ারি ) দুপুরে আড়াইহাজারে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাদ এশা কল্যান্দী ঈদগার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন