Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে নৌকার পক্ষে শম্ভুপুরা  ইউনিয়নে গণসংযোগ ও পথসভা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:০০ পিএম

সোনারগাঁয়ে নৌকার পক্ষে শম্ভুপুরা  ইউনিয়নে গণসংযোগ ও পথসভা
Swapno


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দূর্গাপ্রসাদ এলাকায় গতকাল বুধবার দুপুরে নৌকার পক্ষে গনসংযোগ ও পথসভা করেছেন স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। নৌকায় ভোট চেয়ে গনসংযোগ চলাকালিন সময় শম্ভুপুরা ও পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত নৌকার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

 

 

গনসংযোগ শেষে স্থানীয় আওয়ামীলীগ কর্মী সমর্থকরা এক সাথে জরো হয়ে দূর্গাপ্রসাদ এলাকায় নৌকার পক্ষে পথসভা করেন। নির্বাচনী প্রচারনার পথসভা সঞ্চালনায় ছিলেন আওয়ামীলীগ নেতা নোয়াব হোসেন প্রধান। দূর্গাপ্রসাদ এলাকায় নির্বাচনী পথ সভায় সভাপতিত্ব করেন আলহাজ আব্দুল কাদের খান।

 

 

পথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার তার বক্তব্যে আধুনিক ও স্মার্ট সোনারগাঁ গড়ার লক্ষে এবং বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহবান জানান।

 

 

এসময় পথ সভায় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কবির খান, বিশিষ্ট ব্যবসায়ী রানা খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ, যুবলীগ নেতা এন ইমন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সাগর।

 

 

 আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম জহির, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী কামরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ সরকার, সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোস্তফা মিয়া, নিজাম উদ্দিন নিজাম, আব্দুল কাদির জয়, আব্দুল কাইয়ুম, ফজল সরকার, মোতালেব বেপারী।

 

 

আওয়ামীলীগ নেতা গাজী আশ্রাফুল ইসলাম, জাহাঙ্গীর দেওয়ান, এম এ সালাম, দেলোয়ার হোসেন, তাইজ উদ্দিন মুন্সী, সোহেল শিকদার, জসিম উদ্দিন, জাহাঙ্গীর ভূইয়া, নাসির উদ্দিন, ডাঃ মোস্তফা কামাল, সাবেক ইউপি সদস্য আনসার আলী ও মিরাজ হোসেন প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন