Logo
Logo
×

নগরের বাইরে

প্রধানমন্ত্রীর জনসভায় ফতুল্লা ৬নং ওয়ার্ড আওয়ামী-লীগের যোগদান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০৮:৪১ পিএম

প্রধানমন্ত্রীর জনসভায় ফতুল্লা ৬নং ওয়ার্ড আওয়ামী-লীগের যোগদান
Swapno

 

 

নারায়ণগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভাকে সফল করতে নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার এমপি প্রার্থী আলহাজ¦ একেএম শামীম ওসমানের নির্দেশে ফতুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী নিয়ে জনসভায় অংশ গ্রহন করেন।বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর দুইটায় ফতুল্লা ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়াম মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন।

 

সকাল থেকে ফতুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইসদাইর বাজারে নেতাকর্মীরা অবস্থান করেন এবং দুপুরে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিল নিয়ে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে ঢাক ঢোল বাজনা বাজিয়ে নৌকা নৌকা নৌকা শ্লোগানে শ্লোগানে জনসভায় অংশগ্রহণ করেন।  এসময়ে নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান শেখ হাসিনার নৌকা, শামীম ভাইয়ের নৌকা, উন্নয়নের মার্কা নৌকা নৌকা, ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। নেতাকর্মীদের মুখে নৌকার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো আশপাশ।

 

এ সময় উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন, আব্দুল আওয়াল মেম্বার ৬ নং ওয়ার্ড ফতুল্লা ইউনিয়ন পরিষদের , সাবেক ইউপি সদস্য মিছির আলী, পূর্ব ইসদাইর যুব সংঘ ও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ফারুক হোসেন শিমুল, পূর্ব ইসদাইর যুব সংঘের সভাপতি মনিরুজ্জামান, সিনিয়র সহ সভাপতি সাইফুল খান জিবু, রেহান শরিফ সাধারন সম্পাদক ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগ ,সোহেল শিকদার ,এহসানুল হাসান শাহীন ,হাজী রূহুল আমিন প্রধান, দিন ইসলাম সুজন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন