Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারের রামচন্দ্রদীতে সংঘর্ষে গুলিবিদ্ধ ১০, ভোট বন্ধ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:০০ পিএম

আড়াইহাজারের রামচন্দ্রদীতে সংঘর্ষে গুলিবিদ্ধ ১০, ভোট বন্ধ
Swapno

 

আড়াইহাজারে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারা ও পোলিং অ্যাজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী আলমগীর সিকদার লোটন।

 

গতকাল রোববার দুপুরে ভোটকেন্দ্রে নৌকা ও লাঙ্গল সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর সেখানে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আড়াইহাজারের রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সীল মারাকে কেন্দ্র করে দু’পক্ষের সংষর্ষের ঘটনা ঘটে। এর পরেই কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

 

এই আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটন নির্বাচন করছেন। জানা যায়, দুপুরে লোটন কেন্দ্রে গেলে সেখানে নৌকার সমর্থকরা কেন্দ্রে জড়ো হয়ে স্লোগান দেয়। এসময় লাঙ্গল সমর্থকরাও স্লোগান শুরু করলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

লোটন জানান, কেন্দ্র দখল করে নৌকার লোকজন সীল মারার সময় আমরা বাধা দিলে তারা হামলা করে। পুলিশ আমাদের দিকে গুলি করে। পরে কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। আমাদের ১০ জন গুলিবিদ্ধ হয়েছে।

 

ভোট বর্জনের ঘোষণা দিয়ে লোটন জানান, আড়াইহাজারের প্রায় সকল কেন্দ্র থেকেই তার অ্যাজেন্টদের ভয়-ভীতি দেখিয়ে বের করে দেয়া হয়েছে। এ সময় সরকারীদলের সমর্থক ও পুলিশ তার কর্মী-সমর্থকদের ওপর গুলিবর্ষণ করেছে বলেও অভিযোগ আনেন তিনি। এদিকে সংঘর্ষের ঘটনায় লোটনের ছোট ভাই জাহাঙ্গীর সিকদার জোটনসহ আরো ১০ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

 

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, “জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে আলমগীর সিকদার ও তার ভাই জাহাঙ্গীর সিকদারের নেতৃত্বে সমর্থকেরা কেন্দ্র ও ব্যালট বাক্স ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়ে। ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। ১৩ জনকে আটক করা হয়েছে।” এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন