Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ের ৩টি ইউনিয়নে নান্নুর নিজ অর্থায়নে কম্বল বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৫ পিএম

সোনারগাঁয়ের ৩টি ইউনিয়নে নান্নুর নিজ অর্থায়নে কম্বল বিতরণ
Swapno


সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি ও আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নান্নুর নিজ অর্থায়ণে অত্র উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তার অংশ হিসেবে (৩ ফেব্রুয়ারি) শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাঁচপুর, জামপুর ও নোয়াগাঁও ৩টি ইউনিয়নের অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

 

এদিন সকাল ১০টায় কাঁচপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ললাটি জনতা বাজার এলাকায় কম্বল বিতরণ কার্যক্রমে অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন সরদার, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন টুটুল, অহিদুল ইসলাম, লোকমান, আঃ মোতালিব, যুবলীগ নেতা অনিক ও জহিরুল, অত্র ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঘরী এলাকায় কম্বল বিতরণ কার্যক্রমে অত্র ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন, অত্র ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান ও সমাজসেবক নূরুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

সকাল ১১টায় জামপুর ইউনিয়নের তালতলা স্ট্যান্ডে কম্বল বিতরণ কার্যক্রমে জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শরীফুল ইসলাম ও জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, দুপুর ১২টায় নোয়াগাঁও ইউনিয়নের ধন্দী বাজারে কম্বল বিতরণ কার্যক্রমে অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ সরকার।

 

 

উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, অত্র ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শরীফ, রিয়াদ মেম্বার, জহিরুল মেম্বার, ওয়ার্ড যুবলীগের সভাপতি গাফফার সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। রবিবার ও সোমবারের মধ্যে ১টি পৌরসভা ও অবশিষ্ট ৭টি ইউনিয়নে কম্বল বিতরণ করা হবে বলে জানান রফিকুল ইসলাম নান্নু।    এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন