Logo
Logo
×

নগরের বাইরে

চোরাই ছাগলসহ যুবক আটক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৮:৫৩ পিএম

চোরাই ছাগলসহ যুবক আটক
Swapno

 

দিন দুপুরে খোলা মাঠে থেকে ছাগল চুরি করে পালানোর সময় রাকিব (২৪) নামে এক ছাগল চোরকে আটক করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে সাকিব নামে আরেক চোর। আটককৃত চোর রাকিব বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের  ৯নং ওয়ার্ডের মনারবাড়ী এলাকার মৃত হাবিবুল্লাহ মিয়ার ছেলে।

 

গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১২টায় বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের রামনগর এলাাকা থেকে চোরাইকৃত ছাগলসহ ওই চোরকে আটক করা হয়। এ ব্যাপারে বন্দর থানার এসআই বিল্লাল হোসেন গনমাধ্যমকে জানায়, মঙ্গলবার বেলা ১২টায় চোরের দল রামনগর এলাকা থেকে ১টি সাদা কালো রংএর ছাগল ও খয়রী রংএর আরো একটি বাচ্চা ছাগল চুরি করে পালিয়ে যায়।  

 

স্থানীয় এলাকাবাসী ছাগল চুরি বিষয়টি পুলিশকে অবগত করলে আমিসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে রাকিব নামে এক চোরকে আটক করতে সক্ষম হই। ওই সময় সাকিব নামে আরো এক চোর কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ছাগল চোর রাকিব থানা হাজতে আটক আছে। আটককৃত চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন