Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে যাত্রীবাহী বাস থেকে ইয়াবা উদ্ধার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৯:২২ পিএম

বন্দরে যাত্রীবাহী বাস থেকে ইয়াবা উদ্ধার
Swapno

 

বন্দরে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ মনিরুল ইসলাম মনির (৩২) নামে এক বাস চালককে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃত চালক মনিরুল ইসলাম মনির পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার নগর সাদেখা এলাকার ওমর আলী মিয়ার ছেলে। ধৃতকে রোববার (২৮ এপ্রিল) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এর আগে গত শনিবার (২৭ এপ্রিল) রাত পৌঁনে ১১টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের ফুলহর একে মোটরস এর সামনে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে ঢাকাগামী এনা পরিবহন গাড়ী তল্লাশী করে উল্লেখিত ইয়াবাসহ ওই বাস চালককে গ্রেপ্তার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি উপ- পরিদর্শক তাহিদুজ্জামান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

 

ধামগড় ফাঁড়ি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাস চালক মনিরুল ইসলাম মনির দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য যাত্রীবাহী বাসের মাধ্যমে পরিবহন করে ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঁচার করে আসছে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন